TRENDING:

Car | Air Conditioner: ১ ঘণ্টা AC চালালে কতটা পোড়ে গাড়ির তেল! না জানলে গরম কমাতে গিয়ে ফাঁকা হয়ে যাবে পকেট?

Last Updated:
Does AC burn more Petrol : গাড়িতে এসি চালালে কি বাড়ে জ্বালানির খরচ? বাড়লেও সেই বাড়তি খরচের পরিমাণ কত? আজকাল আমাদের অনেকের কাছেই নিজস্ব গাড়ি থাকে৷ কিন্তু, এই জিনিসটা এখনও অনেকেরই অজানা৷
advertisement
1/6
১ ঘণ্টা AC চালালে কতটা পোড়ে গাড়ির তেল! না জানলে গরম কমাতে ফাঁকা হয়ে যাবে পকেট?
গাড়িতে এসি চালালে কি বাড়ে জ্বালানির খরচ? বাড়লেও সেই বাড়তি খরচের পরিমাণ কত? আজকাল আমাদের অনেকের কাছেই নিজস্ব গাড়ি থাকে৷ কিন্তু, এই জিনিসটা এখনও অনেকেরই অজানা৷
advertisement
2/6
গরমকালে গাড়িতে উঠলেই ফস করে আমরা গাড়ির এয়ার কন্ডিশন চালিয়ে দিই। কিন্তু, জানি কি এর জন্য ঠিক কতটা খরচ বাড়ছে। (ছবির ক্রেডিট: mgmotor)
advertisement
3/6
গাড়ির এসি বিদ্যুতের সাহায্যে চলে না, চলে পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির সাহায্যে৷ আর পেট্রোল-ডিজেল আজকাল যে হারে অগ্নিমূল্য, তাই গাড়িতে এয়ার কন্ডিশন চালাতে ঠিক কত টাকা খরচ হচ্ছে, তা বুঝে নেওয়া উচিত।
advertisement
4/6
গাড়ির এয়ার কন্ডিশন অল্টারনেটর থেকে পাওয়া শক্তির সাহায্যে চলে৷ এই এটি ইঞ্জিন থেকে এই শক্তি পায়। তাই ইঞ্জিনের জ্বালানি অর্থাৎ, পেট্রোল বা ডিজেলই এই এসির শক্তির সরবরাহের উৎস।
advertisement
5/6
আর ঠিক এই কারণেই গাড়িতে এসি চললে পেট্রোলের খরচ বাড়ে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১ ঘণ্টা এসি চালাতে প্রায় ১.২ লিটার জ্বালানি খরচ হতে পারে। অটো বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, গাড়িতে এসি চালালে মাইলেজে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত প্রভাব পড়ে।
advertisement
6/6
এয়ার কন্ডিশনার সত্যিই আপনার গাড়ির জ্বালানি খরচ বাড়ায়৷ একটি গবেষণায় পাওয়া গিয়েছে, গাড়িতে এসি ব্যবহার করে প্রায় ৮-১০% পেট্রোল এবং ডিজেলের খরচ বাড়ে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Car | Air Conditioner: ১ ঘণ্টা AC চালালে কতটা পোড়ে গাড়ির তেল! না জানলে গরম কমাতে গিয়ে ফাঁকা হয়ে যাবে পকেট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল