Car | Air Conditioner: ১ ঘণ্টা AC চালালে কতটা পোড়ে গাড়ির তেল! না জানলে গরম কমাতে গিয়ে ফাঁকা হয়ে যাবে পকেট?
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
Does AC burn more Petrol : গাড়িতে এসি চালালে কি বাড়ে জ্বালানির খরচ? বাড়লেও সেই বাড়তি খরচের পরিমাণ কত? আজকাল আমাদের অনেকের কাছেই নিজস্ব গাড়ি থাকে৷ কিন্তু, এই জিনিসটা এখনও অনেকেরই অজানা৷
advertisement
1/6

গাড়িতে এসি চালালে কি বাড়ে জ্বালানির খরচ? বাড়লেও সেই বাড়তি খরচের পরিমাণ কত? আজকাল আমাদের অনেকের কাছেই নিজস্ব গাড়ি থাকে৷ কিন্তু, এই জিনিসটা এখনও অনেকেরই অজানা৷
advertisement
2/6
গরমকালে গাড়িতে উঠলেই ফস করে আমরা গাড়ির এয়ার কন্ডিশন চালিয়ে দিই। কিন্তু, জানি কি এর জন্য ঠিক কতটা খরচ বাড়ছে। (ছবির ক্রেডিট: mgmotor)
advertisement
3/6
গাড়ির এসি বিদ্যুতের সাহায্যে চলে না, চলে পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির সাহায্যে৷ আর পেট্রোল-ডিজেল আজকাল যে হারে অগ্নিমূল্য, তাই গাড়িতে এয়ার কন্ডিশন চালাতে ঠিক কত টাকা খরচ হচ্ছে, তা বুঝে নেওয়া উচিত।
advertisement
4/6
গাড়ির এয়ার কন্ডিশন অল্টারনেটর থেকে পাওয়া শক্তির সাহায্যে চলে৷ এই এটি ইঞ্জিন থেকে এই শক্তি পায়। তাই ইঞ্জিনের জ্বালানি অর্থাৎ, পেট্রোল বা ডিজেলই এই এসির শক্তির সরবরাহের উৎস।
advertisement
5/6
আর ঠিক এই কারণেই গাড়িতে এসি চললে পেট্রোলের খরচ বাড়ে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১ ঘণ্টা এসি চালাতে প্রায় ১.২ লিটার জ্বালানি খরচ হতে পারে। অটো বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, গাড়িতে এসি চালালে মাইলেজে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত প্রভাব পড়ে।
advertisement
6/6
এয়ার কন্ডিশনার সত্যিই আপনার গাড়ির জ্বালানি খরচ বাড়ায়৷ একটি গবেষণায় পাওয়া গিয়েছে, গাড়িতে এসি ব্যবহার করে প্রায় ৮-১০% পেট্রোল এবং ডিজেলের খরচ বাড়ে।