ভাগ্য খারাপ! গাব্বা টেস্ট বৃষ্টিতে ড্র হলে WTC Final-এ উঠতে পারবে না ভারত? কী বলছে অঙ্ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WTC Final Scenario: গাব্বা টেস্টে আগামী দিনগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে প্রশ্ন তৈরি হয়েছে তৃতীয় টেস্ট যদি বৃষ্টির কারণে ড্র হয় তাহলে কী ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবে।
advertisement
1/6

ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। সারা দিনে মাত্র ৮০ বল খেলা হয়েছে। গাব্বা টেস্টে আগামী দিনগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে প্রশ্ন তৈরি হয়েছে তৃতীয় টেস্ট যদি বৃষ্টির কারণে ড্র হয় তাহলে কী ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওঠার স্বপ্ন শেষ হয়ে যাবে।
advertisement
2/6
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইতে রয়েছে ৩টি দেশ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত। শীর্ষে দক্ষিণ আফ্রিকা। জয়ের শতাংশ ৬৩.৩৩। দ্বিতীয় অস্ট্রেলিয়া। জয়ের শতাংশ ৬০.৭১। তৃতীয় ভারত। জয়ের শতাংশ ৫৭.২৯।
advertisement
3/6
ফাইনালে ওঠার দৌড়ে সবথেকে ভাল অবস্থায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে তাদের বাকি পাকিস্তানের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ। সেখানে একটি টেস্ট জিততে পারলেই প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে।
advertisement
4/6
ভারতের বাকি ৩টি ম্যাচ। তারমধ্যে একটি ম্যাচ ব্রিসবেনে চলছে। গাব্বা টেস্ট যদি ড্র হয় বৃষ্টির কারণে তাহলে বাকি দুই টেস্ট ডু অর ডাই হয়ে যাবে ভারতের জন্য। শেষ ২টি টেস্ট জিতলেই সরাসরি টেস্ট বিশ্বকাপের ফাইনালে পৌছে যাবে টিম ইন্ডিয়া।
advertisement
5/6
ভারতের পর অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। কিন্তু ভারত যদি ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে প্যাট কামিন্সরা শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট জিতলেও ফাইনালে পৌছতে পারবে না। ফাইনাল হবে ভারত-দক্ষিণ আফ্রিকার।
advertisement
6/6
কিন্তু ভারত যদি ২-১ ব্যবধানে সিরিজ জেতে বা সিরিজ ২-২ ড্র করে তাহলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। শ্রীলঙ্কা যদি অস্ট্রেলিয়াকে অন্তত ১টি ম্যাচে হারিয়ে দেয় অথবা দক্ষিণ আফ্রিকা যদি পাকিস্তানের কাছে ২টি টেস্টেই হেরে যায় তাহলে ফাইনালে যাবে। আর অজিদের বিরুদ্ধে সিরিজ হারলে সব আশা শেষ।