IND vs ENG: দলে ৫ ওপেনার, ইংল্যান্ডে কে হবেন যশস্বীর পার্টনার? বড় চমক দেবেন গম্ভীর!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG Test Series: আগামী ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দলে পাঁচজন ওপেনার থাকায় কে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস শুরু করবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
advertisement
1/6

আগামী ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দলে পাঁচজন ওপেনার থাকায় কে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস শুরু করবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ঘোষিত ভারতীয় দলে যশস্বী জয়সওয়াল সহ পাঁচজন ওপেনার হলেন শুভমান গিল, কে এল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ এবং সাই সুদর্শন। একমাত্র যশস্বীর জায়গা ওপেনে পাকা।
advertisement
2/6
তবে যশস্বীর পার্টনার কে হবেন? যশস্বীর সঙ্গীকে কঠিন ইংলিশ কন্ডিশনে নিজেকে প্রমাণ করতে হবে। ওপেনার হিসেবে শুভমান গিলের নাম প্রথমেই উঠে আসে। যদিও তিনি সম্প্রতি তিন নম্বরে খেলছেন। কিন্তু ওপেনার হিসেবেই তার যাত্রা শুরু। ইংল্যান্ডের উইকেটে তার টেকনিক কার্যকর হতে পারে। তবে তাঁর মিডল অর্ডারে খেলার সম্ভাবনাই বেশি।
advertisement
3/6
কে এল রাহুল অভিজ্ঞ ওপেনার। সাম্প্রতিক সময়ে নানা পজিশনে ব্যাট করেছেন তিনি। অস্ট্রেলিয়া সফরেও রোহিতের অনুপস্থিতিতে ওপেনিং করে সাফল্য পেয়েছেন। ইংল্যান্ড সফরেও এর আগে তাঁর ভাল রেকর্ড রয়েছে। কেএল রাহুলের টেকনিক ও ঠান্ডা মাথায় ইনিংস গড়ার দক্ষতা ইংল্যান্ডের মাটিতে কার্যকরী হতে পারে।
advertisement
4/6
অভিমন্যু ঈশ্বরণ একটি ধারাবাহিক পারফর্মার। ডোমেস্টিক এবং ভারত ‘এ’ দলের হয়ে তার রেকর্ড প্রশংসনীয়। তবুও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিজ্ঞতার অভাব বাংলার ব্যাটারকে পিছিয়ে রাখছে।
advertisement
5/6
তালিকায় ওপেনার হিসেবে আরও একটি নাম হল সাই সুদর্শন। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে দুরন্ত ব্যাটিং করছেন তিনি। আইপিএলে সফল হলেও টেস্ট ক্রিকেটে তিনি নবাগত। ইংল্যান্ডের কন্ডিশনে তিনি কতটা সফল হতে পারবেন তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।
advertisement
6/6
সুতরাং, যশস্বীর ওপেনিং পার্টনার হিসেবে কেএল রাহুলেপ সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও সাই সুদর্শন বা ঈশ্বরণও চমক দিতে পারেন। দল নির্বাচনে ফর্ম, অভিজ্ঞতা এবং কন্ডিশনের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেবেন গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্ট।