TRENDING:

IPL জিততে পারে কে? সৌরভ বলে দিলেন টিমের নাম! তারা জিতলে এবার 'ইতিহাস'

Last Updated:
এবার কোন দলের আইপিএল জেতার সম্ভাবনা বেশি! সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, আইপিএলের মতো প্রতিযোগিতায় সব কিছু এত দ্রুত হয় যে কোন হারটা ধাক্কা, আর কোনটা নয়, সহজে বোঝা যায় না।
advertisement
1/6
IPL জিততে পারে কে? সৌরভ বলে দিলেন টিমের নাম! তারা জিতলে এবার 'ইতিহাস'
তিনি একটা সময় কেকেআর ক্যাপ্টেন ছিলেন। তবে এখন আইপিএলে আর তাঁর প্রিয় দল কেকেআর নয়! আসলে এবার অনেকেই বলছেন, কেকেআর-এর বোলিং ইউনিট বেশ দুর্বল। তা হলে সৌরভ গঙ্গোপাধ্যায়ও কি সেটাই ভাবছেন!
advertisement
2/6
গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। তবে এবার কেকেআরের ক্যাপ্টেন বদল হয়েছে। এমনকী মেন্টর গৌতম গম্ভীরও নেই। তাই কি শুরু থেকেই হোঁচট খাচ্ছে কেকেআর! গতবারের কেকেআর ক্যাপ্টেন এবার পঞ্জাবে। আর সৌরভ কিন্তু শুরু থেকেই শ্রেয়সের উপর বাজি ধরেছেন।
advertisement
3/6
নাইটদের হারের কারণ নিয়ে বলতে গিয়ে সৌরভ একটি প্রশ্ন তুলেছিলেন। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলের মতো হার্ড হিটারদের কেন এত পরে নামানো হচ্ছে! কেকেআরের ব্যাটিং অর্ডার নিয়ে ভাবা উচিত বলে জানিয়েছিলেন সৌরভ।
advertisement
4/6
এবার কোন দলের আইপিএল জেতার সম্ভাবনা বেশি! সৌরভ বললেন, আইপিএলের মতো প্রতিযোগিতায় সব কিছু এত দ্রুত হয় যে কোন হারটা ধাক্কা, আর কোনটা নয়, সহজে বোঝা যায় না। সময়ই এই প্রশ্নের জবাব দেবে।
advertisement
5/6
সৌরভ আরও বললেন, ‘পঞ্জাব, দিল্লি, গুজরাত, আরসিবি বেশ ভাল দল। আইপিএলের মতো প্রতিযোগিতায় দল হিসেবে সফল হতে হলে বোলারদের আরও বেশি সক্রিয় হতে হবে। যদি ভাল করে দেখেন, তাহলে দেখবেন যে দলের বোলিং আক্রমণ যত ভাল, তাদের সাফল্যের সম্ভাবনা তত বেশি।’
advertisement
6/6
চার ম্যাচে তিনটি জয় ও একটি হার। পঞ্জাব ৬ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের ৪ নম্বরে রয়েছে। তারা এবার আইপিএল জিতলে কিন্তু নতুন ইতিহাস হবে। কারণ আরসিবি-র মতো তারাও এখনও আইপিএল খেতাব জয়ের স্বাদ পায়নি। এবার দেখার সৌরভের ভবিষ্য়দ্বাণী মেলে কি না!
বাংলা খবর/ছবি/খেলা/
IPL জিততে পারে কে? সৌরভ বলে দিলেন টিমের নাম! তারা জিতলে এবার 'ইতিহাস'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল