Virat Kohli: কোহলির বদলে দলে আসবে কে? তালিকায় ৫ ক্রিকেটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: ২৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথমে ঘোষিত দলে থাকলেও ব্যক্তিগত কারণে প্রথম ২ ম্যাচ থেকে ছুটি নিয়েছেন বিরাট কোহলি। ফলে কোহলির পরিবর্তে দলে কে আসবেন তা নিয়ে চলছে জল্পনা। তালিকায় রয়েছে একাধিক নাম।
advertisement
1/6

২৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথমে ঘোষিত দলে থাকলেও ব্যক্তিগত কারণে প্রথম ২ ম্যাচ থেকে ছুটি নিয়েছেন বিরাট কোহলি। ফলে কোহলির পরিবর্তে দলে কে আসবেন তা নিয়ে চলছে জল্পনা। তালিকায় রয়েছে একাধিক নাম।
advertisement
2/6
চেতেশ্বর পুজারা: ভারতীয় টেস্ট দলে বর্তমানে অনিয়মিত চেতেশ্বর পুজারা। কিন্তু রঞ্জি ট্রফি সহ ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে রয়েছেন তিনি। ইংল্যান্ডের মত দলের বিরুদ্ধে পুজারার অভিজ্ঞতা কাজে লাগতে পারে টিম ইন্ডিয়ার। তবে নতুন প্রজন্মকে যেভাবে সুযোগ দিচ্ছে বিসিসিআই সেখানে পুজারাকে সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে প্রশ্ন চিহ্নও রয়েছে।
advertisement
3/6
সরফরাজ খান: ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভাল পারফর্ম করে আসছেন সরফরাজ খান। আগে তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও বর্তমানে ভারতীয় এ দলের হয়ে সুযোগ পাচ্ছেন সরফরাজ খান। ভারতীয় এ দলের হয়েও ফর্মে রয়েছে সরফরাজ। কোহলির বদলে সরফরাজ দলে আসার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
সাঁই সুদর্শন: আইপিএলে ভাল ব্যাটিংয়ের সুবাদে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সাই সুদর্শন। কাউন্টি ক্রিকেটেও খেলেছেন সাঁই সুদর্শন। রক্ষণের পাশাপাশি আক্রমণও বেশ ভাল সাই সুদর্শনের। ফলে কোহলির জায়গায় আসতে পারেন সুদর্শন।
advertisement
5/6
রিঙ্কু সিং: আইপিএলের পর ভারতীয় দলরে হয়ে টি-২০ ক্রিকেট ও ওডিআইতেও ভাল পারফর্ম করেছেন রিঙ্কু সিং। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন কেকেআর তারকা। এবার টেস্ট দলেও রিঙ্কু আসলে অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
6/6
রজত পাতিদার: ঘরোয়া ক্রিকেটের পর ভারতীয় এ দলের হয়েও অনবদ্য পারফর্ম করছেন রজত পাতিদার। দুটি শতরানও রয়েছে তাঁর। ফলে বিরাট কোহলির জায়গায় রজত পাতিদারও দলে সুযোগ পেতে পারেন।