Sara Tendulkar Income: সচিন কন্যার রোজগার কত জানেন? অনেকেই জানেন না কী করেন সারা, মডেলিং ছাড়া তাঁর কাজ শুনলে অবাক হবেন!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
How much Sara Tendulkar earn: সোশ্যাল মিডিয়ায় সারা তেন্ডুলকরের ফলোয়ার লক্ষ, লক্ষ৷ এমনকি বলিউডের অনেক হিরোইনেরও থেকেও বেশি ফলোয়ার রয়েছে সচিন কন্যার৷ কী করেন সারা? কী তাঁর পেশা, জানলে খুবই অবাক হবেন!
advertisement
1/12

বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকেন সারা তেন্ডুলকর৷ সচিনের মেয়ে হিসেবে তো বটেই, ইদানিং শুভমন গিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়৷ সারার ইনস্টাগ্রামের ছবিও উঠে আসেছে খবরে৷ কারণ তিনি এতটাই মোহময়ী যে তাঁর ছবি থেকে মুখ ফেরানো যায় না৷
advertisement
2/12
সারার ইনস্টাগ্রামের ছবিও উঠে আসেছে খবরে৷ কারণ তিনি এতটাই মোহময়ী যে তাঁর ছবি থেকে মুখ ফেরানো যায় না৷
advertisement
3/12
সোশ্যাল মিডিয়ায় সারা তেন্ডুলকরের ফলোয়ার লক্ষ, লক্ষ৷ এমনকি বলিউডের অনেক হিরোইনেরও থেকেও বেশি ফলোয়ার রয়েছে সচিন কন্যার৷
advertisement
4/12
অসম্ভব সুন্দর স্টাইলিং সেন্স রয়েছে সারার৷ ফ্যাশন ডিভা বললেও কম বলা হবে৷ মাত্র ২৬ বছর বয়সেই তিনি কোটি টাকার মালিক৷ এই টাকা তাঁর পারিবারিক নয়, নিজস্ব৷
advertisement
5/12
মাত্র ২৬ বছর বয়সেই তিনি কোটি টাকার মালিক৷ এই টাকা তাঁর পারিবারিক নয়, নিজস্ব৷
advertisement
6/12
তবে কী করেন সারা? কী তাঁর পেশা, জানলে খুবই অবাক হবেন!
advertisement
7/12
বলিউডের কোনও ছবিতে কাজ করেননি, তবুও সারার জনপ্রিয়তা অন্য কোনও অভিনেত্রীর থেকে কম নয়। বলিউড অভিনেত্রী না হলেও তার সৌন্দর্যে মুগ্ধ ফ্যানরা৷
advertisement
8/12
তিনি মডেলিং করেন৷ শোনা গিয়েছিল তিনি বলিউডে পা দিতে চলেছেন৷ তবে সে খবর ভুয়ো বলে জানিয়েছিলেন তাঁর বাবা সচিন৷
advertisement
9/12
মডেল হিসেবে একটি নামি ব্র্যান্ডে আত্মপ্রকাশ করেন সারা৷ বনিসা সান্ধু এবং তানিয়া শ্রফের সঙ্গে সেখানে দেখা গিয়েছিল সারাকে৷
advertisement
10/12
এছাড়া সারা পড়াশুনা করেছেন মেডিসিন নিয়ে৷ মায়ের পথেই হেঁটেছেন তিনি। সচিনের পথ মেনে ছেলে অর্জুন তেন্ডুলকর ক্রিকেট খেলেছেন, আর সারা তেন্ডুলকর বিদেশে গিয়েই পড়াশুনা করছে। সারা তাঁর পিতা-মাতাকে দারুণ গর্বিত করেছেন৷
advertisement
11/12
সচিনের ছেলে বাবার মতো ক্রিকেটার হলেও, মেয়ে সারা মায়ের মতো হয়েছেন৷
advertisement
12/12
সচিনের স্ত্রী অঞ্জলি পেশায় একজন চিকিৎসক। একজন ভাল শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। সারাও মায়ের মতো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন৷