Virat Kohli: ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না কোহলি? এখন কেমন আছেন? এল বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Injury Update: ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি কি খেলতে পারবেন? প্রথম ওডিআই শেষেই কোহলির চোট নিয়ে বড় আপডেট দিলেন সহ অধিনায়ক শুভমান গিল।
advertisement
1/5

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে বিরাট কোহলিকে দেখার জন্য মুখিয়ে ছিলন সকল ফ্যানেরা। কিন্তু টসের সময় অধিনায়র রোহিত শর্মা জানান, হাঁটুতে চোটের কারণে খেলবেন না কোহলি।
advertisement
2/5
নাগপুরে ম্যাচের মাঝে কোহলিকে দেখাও যায় 'নি ক্যাপ' হাঁটছেন বিরাট কোহলি। হাঁটতে যে তাঁর কিছুটা অস্বস্তি হচ্ছিল তাও বোঝা যাচ্ছিল। যা দেখার পর উদ্বেগ বেড়ে যায় ভারতীয় ফ্যানেদের।
advertisement
3/5
জল্পনা শুরু হয়ে যায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি কি খেলতে পারবেন? প্রথম ওডিআই শেষেই কোহলির চোট নিয়ে বড় আপডেট দিলেন সহ অধিনায়ক শুভমান গিল।
advertisement
4/5
শুভমান গিল বিরাট কোহলির চোট নিয়ে জানিয়েছেন,যখন বিরাট কোহলি সকালে ঘুম থেকে ওঠেন, তিনি দেখেন হাঁটুর কিছুটা অংশ ফোলা রয়েছে। তিনি গতকালের অনুশীলন পর্যন্ত ঠিক ছিলেন। শেষে ফিটনেস টেস্ট হয়। তাতে তিনি পাশ করতে পারেননি। তারপরই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
5/5
যদিও কোহলিপ চোট নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছেন শুভমান গিল। তারকা ব্যাটারকে দ্বিতীয় একদিনের ম্যাচে কটকেই খেলতে দেখা যাবে বলেও জানিয়েছেন ভারতের সহ অধিনায়ক।