Viral News: CRICKET-এর ফুল ফর্ম কী, কেন এই খেলাকে জেন্টালম্যানস গেম বলা হয়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral News: প্রিয় খেলা, অনেকেই ক্রিকেট খেলেন, তারপরও ক্রিকেট সম্পর্কে অনেক কিছুই রয়েছে যা আমাদের অজানা। বিশেষ করে ক্রিকেট নিয়ে একটি সাধারণ জ্ঞান রয়েছে যা অনেকের অজানা। ক্রিকেটের ফুল ফর্ম কিন্তু জানা নেই অনেকের।
advertisement
1/6

ভারতের সবথেকে জনপ্রিয় খেলার নাম যে ক্রিকেট তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভারতীয় দলের ক্রিকেটারদের এখানে ফ্যানেরা ভগবানের আসনে বসিয়ে থাকেন। ভারতের অলিতে গলিতে এখন ক্রিকেট খেলা হয়।
advertisement
2/6
বর্তমানে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম মরসুম। প্রতি দিন টানটান ম্যাচ উপভোগ করছেন ক্রিকেট প্রেমিরা। ক্রিকেট ভক্তদের কাছে এটা কোনো উৎসবের থেকে কম নয়। ক্রিকেট উন্মাদনায় মেতে আট থেকে আশি।
advertisement
3/6
প্রিয় খেলা, অনেকেই ক্রিকেট খেলেন, তারপরও ক্রিকেট সম্পর্কে অনেক কিছুই রয়েছে যা আমাদের অজানা। বিশেষ করে ক্রিকেট নিয়ে একটি সাধারণ জ্ঞান রয়েছে যা অনেকের অজানা। ক্রিকেটের ফুল ফর্ম কিন্তু জানা নেই অনেকের।
advertisement
4/6
আপনি কখনও ভেনে দেখেছেন CRICKET-এরফুল ফর্ম। Abbreviations.com অনুসারে, CRICKET এর পূর্ণরূপ জানলে আপনিও অবাক হবেন ও বুঝতে পারবেন কেন ক্রিকেটকে জেন্টলম্যানস গেম বলা হয়।
advertisement
5/6
Abbreviations.com অনুসারে, CRICKET এর প্রত্যেকটি অক্ষরের আলাদা আলাদা মানে রয়েছে। CRICKET এর ফুল ফর্ম হল, C- Customer Focus R- Respect for Individual I- Integrity C- Community Contribution K- Knowledge Worship E- Entrepreneurship & Innovation T- Teamwork.
advertisement
6/6
কেন এই খেলাকে জেন্টলম্যানস গেম বলা হয় তা CRICKET-এর প্রতিটি শব্দে লুকিয়ে রয়েছে। এর এক একটি অক্ষরের যা মানে সেই সকল গুন একজন জেন্টালনম্যানেরই থাকে। এই অর্থই এটিকে ভদ্রলোকের খেলায় পরিণত করে। সেই কারণেই ক্রিকেটকে জেন্টালম্যান্স গেম বলা হয়ে থাকে।