TRENDING:

Viral News: রূপ ও যৌবনের আগুনে উড়বে রাতের ঘুম, ইনিই বিশ্বের সবথেকে হট মহিলা রেফারি, দেখুন অ্যালবাম

Last Updated:
Viral News: বিশ্বের সব থেকে সেক্সি রেফারির তকমা রয়েছে ইতালির ক্লউডিয়া রোমানির দখলে। যার রূপে মোহিত সকলেই। রেফারির পাশাপাশি মডেল হিসেবেও খ্যাতি রয়েছেন ক্লউডিয়া রোমানির।
advertisement
1/7
রূপ ও যৌবনের আগুনে উড়বে রাতের ঘুম,ইনি বিশ্বের সবথেকে হট মহিলা রেফারি, দেখুন ছবি
ফুটবল খেলা উত্তেজনা অন্যান্য খেলার থেকে একটু আলাদ। তারমধ্যে ফুটবল বিশ্বে এমন কয়েক জন রেফারি রয়েছে তাদের রূপ পাগল করে সকলকেই।
advertisement
2/7
ইতালির সিরি এ এবং সিরি বি লিগে রেফারিং করতে দেখা যায় তাকে। মাঠের খেলাও খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করার জন্য সুনাম রয়েছে ক্লউডিয়া রোমানির।
advertisement
3/7
ক্লউডিয়া রোমানির রূপ দেখে হৃদয়ে ঝড় ওঠে না এমন ব্যক্তির সন্ধান বিশ্ব ফুটবলে পাওয়া খুব কঠিন। তার হট ও বোল্ডনেস দেখলে ঘম ঝরে অনেক পুরুষেরই।
advertisement
4/7
২০০৬ সালে বিশ্বের ১০০ সেক্সিতম মহিলার তালিকায় প্রথমেই নাম ছিল তাঁর। মাঠে ম্যাচ খেলানোর সময় ফুটবলারও তার রূপ দেখে হতবাক হয়ে যেতেন।
advertisement
5/7
২০১২ সালে ১০০ হটেস্ট বিকিনি ছবির মধ্যেই ভিএইচ ওয়ান চার্টে তিনটি ছবির জায়গা করে নিয়েছিল ক্লউডিয়া রোমানির। ফলে এখান থেকেই প্রমাণিত তিনি কতটা সুন্দরী।
advertisement
6/7
ক্লউডিয়া রোমানি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। ইনস্টাগ্রানে তাক ফ্যান-ফোলায়ার্সের সংখ্যা আকাশ ছোঁয়া। তাঁর বিকিনি পরিহিত ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়।
advertisement
7/7
বর্তমানে রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন না ক্লউডিয়া রোমানি। তিনি মডেলিং নিয়ে ব্যস্ত রয়েছেন। মডেলিং জগতেও খুবই খ্যাতি অর্জন করেছেন ক্লউডিয়া রোমানি।
বাংলা খবর/ছবি/খেলা/
Viral News: রূপ ও যৌবনের আগুনে উড়বে রাতের ঘুম, ইনিই বিশ্বের সবথেকে হট মহিলা রেফারি, দেখুন অ্যালবাম
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল