Viral News: ফুটবল ইতিহাসে সবথেকে বেশি গোল হয়েছিল কোন ম্যাচে? স্কোর জানলে চোখ কপালে উঠবে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral News: একটি ফুটবল ম্যাচে সর্বাধিক কত গোল হয়েছে সেই তথ্য কিন্তু অনেক কাছেই অজানা। আর সেই ম্যাচে গোলের সংখ্যা কত তা জানলে চমকে যেতে পারেন।
advertisement
1/8

বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম হল ফুটবল। এই খেলার উন্মাদনাই আলাদা। আর ফুটবল ফ্যানেরা সবথেকে বেশি ভালবাসেন গোল দেখতে।
advertisement
2/8

তবে একটি ফুটবল ম্যাচে সর্বাধিক কত গোল হয়েছে সেই তথ্য কিন্তু অনেক কাছেই অজানা। আর সেই ম্যাচে গোলের সংখ্যা কত তা জানলে চমকে যেতে পারেন।
advertisement
3/8
২০০২ সালে হয়েছিল একটি ফুটবল ম্যাচ। যা ফুটবলের ইতিহাসে একটি ম্যাচে সবথেকে সর্বাধিক গোলের রেকর্ডের খাতায় জায়গা করে নিয়েছে। যা এখনও অটুট।
advertisement
4/8
২০০২ সালের ৩১ অক্টোবর মাদাগাস্কারে মুখোমুখি হয়েছিল সেখান প্রথম সারির দুই ক্লাব এএস আডেমা ও সো আই এমিনেরনে। ম্যাচটি মোট ১৪৯টি গোল হয়েছিল।
advertisement
5/8
আসলে মাঠে সো আই এমিনেরনের প্লেয়ার সেদিন মাঠে বল পায়ে লাগায়নি। প্রতিপক্ষ দলতে বাধাও দেয়নি। তাই নির্ধারিত সময়ে এএস আডেমা ১৪৯ গোল করে ম্যাচ জেতে।
advertisement
6/8
এএস আডেমা নিজেরাই প্রতিবার গোলের মুখে নিয়ে গিয়ে গোল করেছে। আবার বল সেন্টারে নিয়ে এসে খেলা শুরু করেছে। এইভাবেই চলতে থাকে গোটা ম্যাচ।
advertisement
7/8
সো আই এমিনেরনে-র এটা ছিল রেফারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ। তাদের আগের কয়েকটি ম্যাচে রেফারিং তাদের বিরুদ্ধে গিয়েছিল। প্রতিবাদ তারা ওই ম্যাচে বল পায়ে ঠেকায়নি।
advertisement
8/8
সেই ম্যাচে পর দুই দশকের বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু সেই এক ম্যাচে ১৪৯ গোলের রেকর্ড এখনও অটুট থেকে গিয়েছে ফুটবল ইতিহাসে।