Vinod Kambli's Wife: কুকিং প্যান দিয়ে মাথায় আঘাত করেছিলেন বিনোদ কাম্বলি ! তা সত্ত্বেও শুধুমাত্র এই কারণে সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারেননি প্রাক্তন ক্রিকেট তারকার স্ত্রী
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Vinod Kambli's wife Andrea Hewitt: সম্প্রতি সাংবাদিক সূর্যাংশী পাণ্ডের পডকাস্টে উপস্থিত হয়েছিলেন বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া হিউইট। সেখানেই স্বামীর অ্যালকোহলে আসক্তির কথা তুলে ধরেছেন তিনি। যার জেরে বিনোদ কাম্বলিকে প্রায় ১৪ বার রিহ্যাবে পর্যন্ত যেতে হয়েছে।
advertisement
1/6

বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। মূলত নিজের শারীরিক অসুস্থতার কারণেই তাঁকে নিয়ে চর্চা হচ্ছে। এমনকী, এই প্রাক্তন ক্রিকেট তারকার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন তাঁর ভক্তরাও। এবার একটি খোলামেলা আলাপচারিতায় নিজের দাম্পত্য জীবনের কিছু সমস্যার কথা তুলে ধরলেন বিনোদ-পত্নী আন্দ্রিয়া হিউইট (Andrea Hewitt)। আর বৈবাহিক জীবনের সমস্যার জন্য তিনি দায়ী করেছেন নিজের স্বামীর মাদকাসক্তিকেই। এমনকী আন্দ্রিয়া এ-ও জানিয়েছেন, স্বামীর দ্বারা অত্যাচারিত হওয়ার পর বিবাহবিচ্ছেদ করার কথা পর্যন্ত ভেবে নিয়েছিলেন। কিন্তু বিনোদের প্রতি ভালবাসার টানেই তাঁর সঙ্গে থেকে গিয়েছেন আন্দ্রিয়া।
advertisement
2/6
সম্প্রতি সাংবাদিক সূর্যাংশী পাণ্ডের পডকাস্টে উপস্থিত হয়েছিলেন বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া হিউইট। সেখানেই স্বামীর অ্যালকোহলে আসক্তির কথা তুলে ধরেছেন তিনি। যার জেরে বিনোদ কাম্বলিকে প্রায় ১৪ বার রিহ্যাবে পর্যন্ত যেতে হয়েছে। এখানেই শেষ নয়, কাম্বলির এহেন মাদকাসক্তির কারণে বৈবাহিক জীবনেও তাঁদের প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। একবার তো এর জন্য বিবাহবিচ্ছেদের আবেদন করে ফেলেছিলেন আন্দ্রিয়া। কিন্তু পরে অবশ্য কাম্বলির সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন।
advertisement
3/6
প্রসঙ্গত, আন্দ্রিয়া হিউইট একজন প্রাক্তন মডেল। তিনি আসলে বিনোদ কাম্বলির দ্বিতীয় স্ত্রী। ২০০০ সাল নাগাদ তাঁদের আলাপ। এরপর এক সিভিল কোর্টে ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে ২০০৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। আন্দ্রিয়ার আগে অবশ্য বিনোদ কাম্বলি গাঁটছড়া বেঁধেছিলেন নোয়েলা ল্যুইসের সঙ্গে। যদিও তাঁদের বিয়ে সময়ের পরীক্ষায় উতরাতে পারেনি।
advertisement
4/6
তবে দ্বিতীয় বিয়ের প্রায় ১৭ বছর পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিনোদ কাম্বলি এবং আন্দ্রিয়া হেউইটের দাম্পত্য জীবনে ওঠে তুমুল ঝড়। কারণ সেই সময় অভিযোগ উঠেছিল যে, মদ্যপ অবস্থায় বিনোদ কাম্বলি একটি কুকিং প্যান দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করেছেন। যার জেরে মাথায় ক্ষত হয়েছিল আন্দ্রিয়ার। এরপরেই কাম্বলির নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
advertisement
5/6
কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও কেন বিয়ে টিকিয়ে রাখলেন আন্দ্রিয়া? সেই প্রসঙ্গে তিনি বলেন যে, “আমি একবার বিচ্ছেদের কথা ভেবেছিলাম। কিন্তু পরে উপলব্ধি করলাম যে, আমি যদি ওঁকে ছেড়ে চলে যাই, তাহলে উনি অসহায় হয়ে পড়বেন। আসলে উনি অনেকটা শিশুদের মতো। আর এটাই আমায় আঘাত করে। আমার চিন্তা হয়। আমি একজন বন্ধুকেও ছেড়ে চলে যাই না। আর উনি তো বন্ধুর থেকেও বেশি।”
advertisement
6/6
আন্দ্রিয়া আরও বলেন যে, “আমি মাঝেমধ্যে বেরিয়ে যেতেও চেয়েছি। কিন্তু তারপরেই আমার উদ্বেগ হয়, মানুষটা খেয়েছে তো? সব ঠিক আছে তো? এরপরেই আমি একবার দেখে নিতাম উনি ঠিক আছেন কি না। আর তারপরেই বুঝতাম, ওঁর আমাকে প্রয়োজন রয়েছে।” পুত্র জেসাস ক্রিস্চিয়ানো কাম্বলির প্রসঙ্গও তুলে ধরেন আন্দ্রিয়া। তাঁর কথায়, “আমার পুত্র সব কিছু বুঝতে পারত। যদিও আমায় এ নিয়ে প্রশ্ন করতো না। আমার মুখ দেখেই সমস্তটা বুঝে যেত ও। আর ওর জন্যই আমি প্রতিকূল সময়ের মোকাবিলা করতে পেরেছি।”