TRENDING:

ফের কবে মাঠে নামবেন বৈভব সূর্যবংশী! এবার বিশ্বকাপের মঞ্চে ১৪ বছরের ভারতের 'ওয়ান্ডার বয়'

Last Updated:
Vaibhav Suryavanshi: ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী বর্তমানে আলোচনার কেন্দ্রে। মাত্র ১৪ বছর বয়সেই তিনি তাঁর ব্যাটিং দক্ষতা দিয়ে বিশেষজ্ঞ ও সমর্থকদের নজর কেড়েছেন।
advertisement
1/5
ফের কবে মাঠে নামবেন বৈভব সূর্যবংশী! এবার বিশ্বকাপের মঞ্চে ১৪ বছরের ভারতের 'ওয়ান্ডার বয়'
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী বর্তমানে আলোচনার কেন্দ্রে। মাত্র ১৪ বছর বয়সেই তিনি তাঁর ব্যাটিং দক্ষতা দিয়ে বিশেষজ্ঞ ও সমর্থকদের নজর কেড়েছেন। যখনই তিনি মাঠে নামেন, তখনই তাঁর কাছ থেকে বিশেষ কিছু দেখার প্রত্যাশা তৈরি হয়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুব ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।
advertisement
2/5
এই তরুণ ব্যাটসম্যানকে এবার দেখা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এ। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বৈভবের ওপর থাকবে বাড়তি চাপ ও প্রত্যাশা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচেই বড় ইনিংস খেলে তিনি বিশ্বমঞ্চে নিজের পরিচিতি আরও দৃঢ় করতে পারেন।
advertisement
3/5
উল্লেখযোগ্যভাবে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের ইতিহাস অত্যন্ত গৌরবময়। আয়ুষ মাত্রের নেতৃত্বে দলটি এবার ষষ্ঠবারের মতো ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এর আগে ভারত ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ এবং ২০২২ সালে শিরোপা জয় করেছে। পাশাপাশি চারবার রানার্স-আপ হওয়ার অভিজ্ঞতাও রয়েছে দলের।
advertisement
4/5
এই টুর্নামেন্টে বৈভব সূর্যবংশীর ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য। অল্প বয়স সত্ত্বেও তিনি একাধিক রেকর্ড গড়েছেন এবং বড় ম্যাচে পারফর্ম করার মানসিক দৃঢ়তা দেখিয়েছেন। তাঁর আগ্রাসী অথচ পরিণত ব্যাটিং স্টাইল দলের শক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে।
advertisement
5/5
সব মিলিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬ ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই বৈভব সূর্যবংশীর কেরিয়ারের জন্যও এক বড় মঞ্চ। ক্রিকেট প্রেমীরা আশা করছেন, এই তরুণ ব্যাটসম্যান তাঁর প্রতিভার ঝলক দেখিয়ে ভারতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন।
বাংলা খবর/ছবি/খেলা/
ফের কবে মাঠে নামবেন বৈভব সূর্যবংশী! এবার বিশ্বকাপের মঞ্চে ১৪ বছরের ভারতের 'ওয়ান্ডার বয়'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল