Vaibhav Suryavanshi: ১৪ বছরেই 'নেতৃত্বের' দায়িত্ব! এবার ইডেনে দেখা যাবে বৈভবের ব্যাটিং তাণ্ডব! রইল দিনক্ষণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এ দুর্দান্ত পারফরম্যান্স করে ফের একবার ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন ভারতের উদীয়মান প্রতিভা বৈভব সূর্যবংশী।
advertisement
1/5

এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫–এ দুর্দান্ত পারফরম্যান্স করে ফের একবার ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন ভারতের উদীয়মান প্রতিভা বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই তিনি ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে চার ম্যাচে ২৩৯ রান করেন। আরও বিস্ময়কর তথ্য হলো, তার স্ট্রাইক রেট ছিল ২৪৩.৮৭—যা এই বয়সে আন্তর্জাতিক মানের পারফরম্যান্সের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।
advertisement
2/5
এই টুর্নামেন্টের পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—এবার কোথায় দেখা যাবে বৈভবের ব্যাটিং ঝড়? জানা গেছে, খুব শিগগিরই তিনি নিজ রাজ্যের দল বিহারের হয়ে মাঠে নামছেন। তরুণ তারকার প্রতি আস্থার জায়গা থেকেই তাকে দলের সহ–অধিনায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তার ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায় আগামী বছরের আন্ডার–১৯ বিশ্বকাপে তার নির্বাচনও প্রায় নিশ্চিত বলে ধরা হচ্ছে।
advertisement
3/5
বৈভবকে ফের দেখা যাবে সইয়দ মুস্তাক আলি টি–২০ ট্রফিতে। ভারতের অন্যতম জনপ্রিয় রাজ্য-স্তরের এই টুর্নামেন্টে বিহারের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। প্রতিপক্ষ চণ্ডীগড়, আর ম্যাচটি হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে, যা বৈভবের জন্য বড় মঞ্চে আত্মবিশ্বাস দেখানোর উপযুক্ত সুযোগ এনে দেবে।
advertisement
4/5
এই ম্যাচটি এলিট গ্রুপ–বি–এর অন্তর্ভুক্ত এবং শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে। এটি একটি ডে–নাইট ম্যাচ হওয়ায় দুই দলের জন্যই সমান চ্যালেঞ্জ তৈরি করবে। বিহার দল বৈভবের ব্যাটিং শক্তির ওপর নির্ভর করেই ভালো ফলের আশা করছে। তার সঙ্গে থাকছেন অধিনায়ক সাকিবুল ঘানি এবং দলের অন্যান্য প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা।
advertisement
5/5
বিহারের ঘোষিত স্কোয়াডে আছেন—সাকিবুল ঘানি (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ–অধিনায়ক), সুরজ কাশ্যপ, খালিদ আলম, আয়ুষ লোহাড়ুকা, মঙ্গল মহারৌর, নবাজ খান, পীযূষ সিংহ, মলয় রাজ, আকাশ রাজ, বিপিন সোরভ (উইকেটকিপার) ও অমোদ যাদব।