তরুণ প্রতিভাকে খুঁজে বের করা হোক বা ম্যাচ জেতানো খেলোয়াড়ে পরিণত করা, মুম্বই এই কাজ করে আসছে বছরের পর বছর। এবার জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবিকে আইপিএল ২০২৬ নিলামের আগে ট্রায়ালে দেখা গেল।
আকিব নবি প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৫টি উইকেট নিয়েছেন, ১২টি ম্যাচে পাঁচ উইকেট রয়েছে তাঁর নামের পাশে। মুম্বইয়ের বিরুদ্ধেও পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সে লাসিথ মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ, মিচেল ম্যাকক্লেনাঘানের মতো তারকাদের নিয়ে সাজানো পেস অ্যাটাক আর নেই।
advertisement
অর্জুন তেন্ডুলকরের এলএসজি-তে যাত্রাও সময়সের অপেক্ষা হয়তো! এর মধ্যে আকিব নবিকে নিতে ঝাঁপিয়েছে মুন্বই। অনেকেই বলতে শুরু করেছেন, আকিব আসলে দ্বিতীয় জসপ্রিত বুমরাহ হয়ে উঠতে পারেন।
২০২৪-২৫ মরশুম থেকেই ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ছেন পেসার আকিব নবি। জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সাফল্যের পিছনে তাঁর অবদান রয়েছে। ২৮ বছর বয়সি এই পেসারচমক হতে পারেন ২০২৬ আইপিএলে। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সত্যিই খেলবেন! ডিসেম্বর মাসে আসন্ন নিলামের আগেই আকিব নবিকে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের ট্রায়ালে।
আরও পড়ুন- ভারত টেস্ট হারুক বা জিতুক, বুমরাহর এই ডেলিভারি ইতিহাসে লেখা থাকবে!
২০২৪-২৫ রনজিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন আকিব নবি। জম্মু ও কাশ্মীরের এই পেসার পেয়েছিলেন ৪৪টি উইকেট। এবার পাঁচ ম্যাচ খেলে এখনও পর্যন্ত নবি পেয়েছেন মোট ২৮টি উইকেট। মুম্বই ও দিল্লির বিরুদ্ধে ম্যাচে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে পান ১০ উইকেট।
