TRENDING:

Vaibhav Suryavanshi: এবার বড় ঘোষণা বৈভব সূর্যবংশীর, বড় কিছু ঘটতে চলেছে! জেনে নিন বিস্তারিত

Last Updated:
Vaibhav Suryavanshi: ১৪ বছরের ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার বয় বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ইংল্যান্ডের সফরে স্বপ্নের ফর্মে রয়েছেন। প্রতি ম্যাচে ভাঙছেন একের পর এক রেকর্ড।
advertisement
1/6
Vaibhav Suryavanshi: এবার বড় ঘোষণা বৈভব সূর্যবংশীর,বড় কিছু ঘটতে চলেছে!জেনে নিন বিস্তারিত
১৪ বছরের ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার বয় বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ইংল্যান্ডের সফরে স্বপ্নের ফর্মে রয়েছেন। প্রতি ম্যাচে ভাঙছেন একের পর এক রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ যুব ওয়ান ডে ম্যাচে নজিরবিহীন ইনিংস খেলে ক্রিকেটবিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন 'বালক' বাঁ হাতি তারকা।
advertisement
2/6
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে তিনি মাত্র ৫২ বলে সেঞ্চুরি করে যুব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। সূর্যবংশী শেষ পর্যন্ত ৭৮ বলে ১৪৩ রান করে আউট হন, ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ১০টি ছক্কা। বৈভব সূর্যবংশীর বিধ্বংসা ইনিংস ও ভিহান মালহোত্রার সেঞ্চুরির সৌজন্যে সৌজন্যেই ইংল্য়ান্ডকে চতুর্থ ওয়ানডে-তে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত।
advertisement
3/6
তবে চতুর্থ ম্যাচের পর বড় ঘোষণা করে দিলেন বৈভব সূর্যবংশী। তিনি বলেন,"ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলের এজবাস্টনে করা ডাবল সেঞ্চুরি দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। এবার তিনি যুব ওয়ানডে-তে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়তে চান।"
advertisement
4/6
বৈভব আরও বলেন,"গিলের ২৬৯ এবং ১৬১ রানের ঐতিহাসিক ইনিংস দেখে বৈভব মনে করেন, তিনিও আরও ধৈর্য ধরে খেললে ডাবল সেঞ্চুরির পথে এগোতে পারতেন। যদিও তিনি ইনিংসটি আরও বড় করার সুযোগ পেয়েও একটি ভুল শট খেলে আউট হন, তবুও তিনি মনে করেন ভবিষ্যতে এই লক্ষ্য অর্জন সম্ভব"।
advertisement
5/6
বৈভব বলেন, “গিল ভাইয়ার ইনিংস দেখে মনে হয়েছিল সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরির পরও খেলা চালিয়ে যাওয়া যায় দলের জন্য। আমি সেটাই করতে চেয়েছিলাম, কিন্তু একটা শট ঠিকমতো টাইম করতে পারিনি বলে আউট হয়ে গেলাম। পরের বার চেষ্টা করব পুরো ৫০ ওভার খেলে আরও বড় ইনিংস খেলতে।”
advertisement
6/6
যুব ওয়ানডেতে এখনও পর্যন্ত কোনও ব্যাটার ডাবল সেঞ্চুরি করতে পারেননি। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৯১ রান, যা করেছেন শ্রীলঙ্কার হাসিথা বয়াগোডা ২০১৮ সালে। বৈভব সূর্যবংশীর এই প্রত্যয় এবং সাম্প্রতিক ফর্ম দেখে মনে হচ্ছে, সেই ইতিহাস বদলে দেওয়ার সম্ভাবনা খুব কাছেই।
বাংলা খবর/ছবি/খেলা/
Vaibhav Suryavanshi: এবার বড় ঘোষণা বৈভব সূর্যবংশীর, বড় কিছু ঘটতে চলেছে! জেনে নিন বিস্তারিত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল