Tennikoit Game: নাম শুনেছেন টেনিকয়েট-র, জাতীয় স্তরের প্রতিযোগিতায় মালদহের তিন খেলোয়াড়, আর্থিক অনটনের সঙ্গে লড়েও সেরা হওয়ার স্বপ্ন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Tennikoit Game: আর্থিক প্রতিকূলতাকে পিছনে ফেলে জাতীয় টেনিকয়েট প্রতিযোগিতায় মালদহের তিন খেলোয়াড়
advertisement
1/6

কারও মা মৃৎশিল্পী কারও মা হোটেলের পরিচারিকা তো আবার কারও বাবা চা বিক্রেতা। আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে এবারে বাংলা জয়ের লক্ষ্যে জাতীয় স্তরে পাড়ি মালদহের তিন খেলোয়াড়ের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
জাতীয় স্তরের টেনিকয়েট প্রতিযোগিতায় সুযোগ হল মালদহের তিন খেলোয়াড়ের। ৪৯ তম ন্যাশনাল টেনিকয়েট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাংলার দলের হয়ে খেলবেন মালদহের সোমা পাল, কৌশিক সাহা ও কিরন দাস।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
আগামী ৮ অক্টোবর থেকে ১২ ই অক্টোবর উত্তরপ্রদেশের নয়ডায় অনুষ্ঠিত হতে চলেছে ৪৯ তম ন্যাশনাল টেনিকয়েট চ্যাম্পিয়নশিপ। রাজ্য স্তরের প্রতিযোগিতায় নজর কাড়া সফলতার পর এবারে জাতীয় স্তরে খেলার সুযোগ হয়েছে তাদের।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
মালদহের পুরাতন মালদার সাহাপুরের বাসিন্দা সোমা পাল। বাবা, শঙ্কর পাল মা, মায়া পাল। পরিবারের হাল ধরতে মা মৃৎশিল্পীর কাজ করেন। ইংরেজবাজারের ২০ নং ওয়ার্ডের বাসিন্দা কৌশিক সাহা মালদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। বাবা, গৌরাঙ্গ সাহা চা বিক্রেতা মা বিউটি সাহা গৃহবধু। এবং ইংরেজবাজারের ২৩ নং ওয়ার্ড বাসিন্দা কিরন দাস। বাবা, গোপাল দাস মা, সরস্বতী দাস। পরিবারের হাল ধরতে মা হোটেলে রুটি তৈরি করেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
কোচ অসিত পাল জানান, "মালদহ জেলায় এই খেলা নতুনভাবে পরিচিতি পাচ্ছে। পরিকাঠামো না থাকা সত্ত্বেও তারা নিয়মিত প্রশিক্ষণের পর আজ এই জায়গায় আসতে পেরেছে। তাদের সাফল্য দেখে খুব ভাল লাগছে। আশা করছি জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে জেলা সহ বাংলার নাম করবেন।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
রাজ্য টেনিকয়েট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সুরিজৎ কর্মকার বলেন, "বিগত কয়েক বছর ধরে এই খেলায় জেলা ও রাজ্য স্তরে তারা ভাল পারফরম্যান্স করেছেন। রাজ্য স্তরে সিলেকশন প্রতিযোগিতায় ৮৫ জন খেলোয়াড়দের মধ্যে মালদহের এই তিন খেলোয়াড় বাংলার দলের হয়ে সুযোগ পেয়েছেন। আশা করছি বাংলার হয়ে জাতীয় স্তরে ভাল খেলে জেলা সহ রাজ্যের নাম উজ্জ্বল করবেন।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)