TRENDING:

বন্ধুর বরের সঙ্গে প্রেম, গর্ভবতী! ক্রিকেটারের প্রেমিকা, এই অভিনেত্রীর হাজার 'কেচ্ছা'

Last Updated:
Amrita Arora scams- পাকিস্তানি ক্রিকেটার উসমান আফজালের সঙ্গে অমৃতার একটা সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা যায়। তবে বান্ধবীর বরের সঙ্গে প্রেম, গর্ভবতী হওয়া তাঁকে বদনাম করে অনেক বেশি।
advertisement
1/6
বন্ধুর বরের সঙ্গে প্রেম, গর্ভবতী! ক্রিকেটারের প্রেমিকা, এই অভিনেত্রীর হাজার 'কেচ্ছা'
বলিউডে তাঁকে খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। করিনা কাপুর তাঁর প্রিয় বন্ধু। মালাইকা তাঁর দিদি। ছবি করার পাশাপাশি রিয়েলিটি শো-তেও দেখা গিয়েছে তাঁকে। ঠিকই ধরেছেন, অমৃতা অরোরার কথাই বলা হচ্ছে।
advertisement
2/6
২০০২ সালে বলিউড ডেবিউ হয় তাঁর। ‘কিতনে দূর কিতনে পাস’ ছবির মাধ্যমে। প্রথম ছবি খুব বেশি ব্যবসা দেয়নি৷ কিন্তু প্রচারের আলোয়ে এসেছিলেন অমৃতা৷ ২০০৯-তে বিয়ে হয় তাঁর৷ পাত্র শাকিল লাদাক৷
advertisement
3/6
বন্ধুর স্বামীর সঙ্গে মিশতে গিয়ে নাকি তাঁর হয়ে যায় প্রেম! এতটাই ঘনিষ্ট হল সম্পর্ক যে প্রেগন্যান্ট হলেন নায়িকা৷ এই নিয়ে বিস্তর জলঘোলা হয়ে যায়।
advertisement
4/6
শুধু তিনি নন, তাঁর দিদির জীবনেও রয়েছে নানা কাহিনি৷ ডিভোর্সের পর বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম এবং সেই প্রেমও ভেঙে চুড়মার৷ ফলে বলিউডে জনপ্রিয় দুই বোনের জীবনে রয়েছে অনেক গল্প৷
advertisement
5/6
পাকিস্তানি ক্রিকেটার উসমান আফজালের সঙ্গে অমৃতার একটা সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা যায়। তবে বান্ধবীর বরের সঙ্গে প্রেম, গর্ভবতী হওয়া তাঁকে বদনাম করে অনেক বেশি।
advertisement
6/6
শোনা যায়, অমৃতা যখন শাকিলের প্রেমে পড়েন, তখন তিনি উসমানের সঙ্গে সম্পর্কে ছিলেন। এমনও ও শোনা যায়, অমৃতার সঙ্গে যখন উসমানের বিবাহ বিচ্ছেদ হয় সেই সময় অমৃতা গর্ভবতী ছিলেন।
বাংলা খবর/ছবি/খেলা/
বন্ধুর বরের সঙ্গে প্রেম, গর্ভবতী! ক্রিকেটারের প্রেমিকা, এই অভিনেত্রীর হাজার 'কেচ্ছা'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল