বন্ধুর বরের সঙ্গে প্রেম, গর্ভবতী! ক্রিকেটারের প্রেমিকা, এই অভিনেত্রীর হাজার 'কেচ্ছা'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Amrita Arora scams- পাকিস্তানি ক্রিকেটার উসমান আফজালের সঙ্গে অমৃতার একটা সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা যায়। তবে বান্ধবীর বরের সঙ্গে প্রেম, গর্ভবতী হওয়া তাঁকে বদনাম করে অনেক বেশি।
advertisement
1/6

বলিউডে তাঁকে খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। করিনা কাপুর তাঁর প্রিয় বন্ধু। মালাইকা তাঁর দিদি। ছবি করার পাশাপাশি রিয়েলিটি শো-তেও দেখা গিয়েছে তাঁকে। ঠিকই ধরেছেন, অমৃতা অরোরার কথাই বলা হচ্ছে।
advertisement
2/6
২০০২ সালে বলিউড ডেবিউ হয় তাঁর। ‘কিতনে দূর কিতনে পাস’ ছবির মাধ্যমে। প্রথম ছবি খুব বেশি ব্যবসা দেয়নি৷ কিন্তু প্রচারের আলোয়ে এসেছিলেন অমৃতা৷ ২০০৯-তে বিয়ে হয় তাঁর৷ পাত্র শাকিল লাদাক৷
advertisement
3/6
বন্ধুর স্বামীর সঙ্গে মিশতে গিয়ে নাকি তাঁর হয়ে যায় প্রেম! এতটাই ঘনিষ্ট হল সম্পর্ক যে প্রেগন্যান্ট হলেন নায়িকা৷ এই নিয়ে বিস্তর জলঘোলা হয়ে যায়।
advertisement
4/6
শুধু তিনি নন, তাঁর দিদির জীবনেও রয়েছে নানা কাহিনি৷ ডিভোর্সের পর বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম এবং সেই প্রেমও ভেঙে চুড়মার৷ ফলে বলিউডে জনপ্রিয় দুই বোনের জীবনে রয়েছে অনেক গল্প৷
advertisement
5/6
পাকিস্তানি ক্রিকেটার উসমান আফজালের সঙ্গে অমৃতার একটা সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানা যায়। তবে বান্ধবীর বরের সঙ্গে প্রেম, গর্ভবতী হওয়া তাঁকে বদনাম করে অনেক বেশি।
advertisement
6/6
শোনা যায়, অমৃতা যখন শাকিলের প্রেমে পড়েন, তখন তিনি উসমানের সঙ্গে সম্পর্কে ছিলেন। এমনও ও শোনা যায়, অমৃতার সঙ্গে যখন উসমানের বিবাহ বিচ্ছেদ হয় সেই সময় অমৃতা গর্ভবতী ছিলেন।