৩টি বড় সমস্যা! টি-২০ বিশ্বকাপের আগে চিন্তায় টিম ইন্ডিয়া! কোন পথে সমাধান?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে গেলে শুধু তারকাখ্যাতি যথেষ্ট নয়, বরং দলের কিছু বড় দুর্বলতা আগে থেকেই ঠিক করা জরুরি। বিশেষ করে তিনটি বিভাগে ভারতের সমস্যাগুলো এখন স্পষ্ট হয়ে উঠছে।
advertisement
1/5

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ভারতীয় ক্রিকেট দল এখন প্রস্তুতির গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টিম ইন্ডিয়া বিশ্বকাপের মিশনে নামবে। তবে ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে গেলে শুধু তারকাখ্যাতি যথেষ্ট নয়, বরং দলের কিছু বড় দুর্বলতা আগে থেকেই ঠিক করা জরুরি। বিশেষ করে তিনটি বিভাগে ভারতের সমস্যাগুলো এখন স্পষ্ট হয়ে উঠছে।
advertisement
2/5
ওপেনিং জুটি নিয়ে ভারতের দুশ্চিন্তা বাড়ছেই। অভিষেক শর্মা এক প্রান্তে ধারাবাহিক ভালো খেললেও অন্য প্রান্তে উপযুক্ত সঙ্গী পাচ্ছেন না। শুভমন গিল ওপেনিংয়ে ব্যর্থ হওয়ার পর সঞ্জু স্যামসনকে আবার সুযোগ দেওয়া হয়। কিন্তু সঞ্জুও ছন্দে নেই। শেষ ১৫ ইনিংসে মাত্র একটি অর্ধশতরান তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলছে। এই পরিস্থিতিতে ঈশান কিশান নিজের পারফরম্যান্স দিয়ে দলে ফেরার দাবি জোরালো করেছেন।
advertisement
3/5
আরেকটি বড় সমস্যা হলো নম্বর ৮ পজিশন। গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদব এমন একজন খেলোয়াড় চান, যিনি বলের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে পারবেন। হর্ষিত রানাকে এই ভূমিকায় দেখা হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ব্যয়বহুল বোলিং ও দুর্বল ব্যাটিং দলকে হতাশ করেছে।
advertisement
4/5
পেস বোলিং কম্বিনেশন নিয়েও ভারতকে ভাবতে হচ্ছে। স্পিন সহায়ক পিচে দুই পেসারের পরিকল্পনা করা হলেও বুমরাহ ও অর্শদীপের মধ্যে একজনকে বসিয়ে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ দুজনই বিশ্বমানের বোলার। হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে থাকলেও মূল পেস আক্রমণে ভারসাম্য জরুরি।
advertisement
5/5
সব মিলিয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জিততে হলে ভারতীয় দলকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ওপেনিং জুটি, নম্বর ৮ পজিশন ও পেস বোলিং—এই তিন বিভাগে সঠিক সমাধানই পারে টিম ইন্ডিয়াকে বিশ্বকাপের মঞ্চে সেরা করে তুলতে।