TRENDING:

Abhishek Sharma: একের পর এক ৪৫টি ছক্কা! অভিষেক শর্মা যে কাণ্ড ঘটালেন, শোরগোল ক্রিকেট দুনিয়ায়

Last Updated:
Team India Star Abhishek Sharma Hits 45 Sixes: জয়পুরের বাইরে অনন্তম ক্রিকেট গ্রাউন্ডে অন্তত ৪৫টি ছক্কা মারেন অভিষেক শর্মা। যা দেখে অবাক হয়ে যান সকলে। বড় প্রতিযোগিতার আগে সারছেন প্রস্তুতি।
advertisement
1/5
একের পর এক ৪৫টি ছক্কা! অভিষেক শর্মা যে কাণ্ড ঘটালেন,  শোরগোল ক্রিকেট দুনিয়ায়
পঞ্জাবের অধিনায়ক অভিষেক শর্মার সাম্প্রতিক নেট সেশন তাঁর আক্রমণাত্মক মানসিকতা ও আধুনিক টি–টোয়েন্টি ভাবনাকেই স্পষ্টভাবে তুলে ধরেছে। রবিবার সকালে অনুশীলনের সময় সতীর্থ গৌরব চৌধুরীর কাছে ‘ফিল্ডিং কেমন আছে?’—এই প্রশ্ন করে তিনি বুঝিয়ে দেন, ম্যাচ পরিস্থিতি মাথায় রেখেই তিনি প্রতিটি বল খেলতে চান।
advertisement
2/5
কাল্পনিক ফিল্ডিং সেটআপের কথা জেনে নেওয়ার পরই অভিষেক নিজের চেনা ছন্দে ব্যাট ঘুরিয়ে বল সীমানার বাইরে পাঠান। অফ-স্পিনার গৌরব চৌধুরীর উত্তরের পর মুহূর্তের মধ্যেই তাঁর শট নির্বাচন ও আত্মবিশ্বাস নজর কাড়ে উপস্থিত সবার দৃষ্টি।
advertisement
3/5
জয়পুরের বাইরে অনন্তম ক্রিকেট গ্রাউন্ডে প্রায় এক ঘণ্টার অনুশীলনে অভিষেক ডিফেন্সের চেয়ে আক্রমণেই বেশি জোর দেন। এই সময়ে তিনি অন্তত ৪৫টি ছক্কা মারেন, যা ছিল একেবারেই পরিকল্পিত একটি ব্যাটিং সেশন। বিশেষভাবে স্পিনারদের বিরুদ্ধে নিজেকে আরও নিখুঁত করে তুলতেই এই অনুশীলন।
advertisement
4/5
বিশ্বের এক নম্বর টি–টোয়েন্টি ব্যাটার হিসেবে অভিষেকের কাছে ছক্কা মারা যেন স্বাভাবিক ব্যাপার। নেট সেশনে তিন–চারবার আউট হলেও তা মূলত ডিফেন্স খেলতে গিয়েই, যা তাঁর আক্রমণাত্মক মানসিকতাকে আরও জোরালো করে।
advertisement
5/5
সবচেয়ে বড় কথা, অভিষেক শর্মা যেকোনো পরিস্থিতিতে আক্রমণাত্মক ক্রিকেট খেলার জন্য নিজেকে প্রস্তুত রেখেছেন। তাঁর এই মানসিকতাই দলের সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। আগামী সপ্তাহগুলোতে ভারতীয় ক্রিকেটে এমনই আত্মবিশ্বাসী ও নিয়ন্ত্রিত আগ্রাসন দেখতে চায় সমর্থকরা।
বাংলা খবর/ছবি/খেলা/
Abhishek Sharma: একের পর এক ৪৫টি ছক্কা! অভিষেক শর্মা যে কাণ্ড ঘটালেন, শোরগোল ক্রিকেট দুনিয়ায়
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল