T20 World Cup: কবে ঘোষণা হবে ভারতের টি-২০ বিশ্বকাপের দল? জানা গেল বড় আপডেট
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
T20 World Cup 2026: এই বৈঠকে আগামী বছরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল চূড়ান্ত করা হবে বলে খবর।
advertisement
1/6

ভারতীয় ক্রিকেটে আসন্ন ব্যস্ত সূচির আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখে নির্বাচক কমিটি। অজিত আগরকরের নেতৃত্বে ভারতীয় নির্বাচকরা শনিবার মুম্বইয়ের বিসিসিআই সদর দফতরে বৈঠকে বসছেন। এই বৈঠকে আগামী বছরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল চূড়ান্ত করা হবে বলে খবর।
advertisement
2/6
নির্বাচন বৈঠকে উপস্থিত থাকবেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচ খেলতে তিনি বর্তমানে আহমেদাবাদে রয়েছেন। সূত্রের খবর, নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াড প্রায় একই হতে চলেছে এবং বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা কম।
advertisement
3/6
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রাথমিকভাবে ১৫ সদস্যের দল আগাম জমা দিতে হবে। তবে ফিটনেস সমস্যা বা ফর্মের অবনতি হলে টুর্নামেন্ট শুরুর আগে দলে পরিবর্তন আনা যেতে পারে। এমনকি প্রতিযোগিতা চলাকালীনও পরিবর্তনের সুযোগ রয়েছে, যদিও সেক্ষেত্রে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন বাধ্যতামূলক।
advertisement
4/6
শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের অভিযান শুরু হবে। এরপর দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে দল, তারপর কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত লড়াই এবং আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্ব শেষ করবে।
advertisement
5/6
২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। সেই জয়ের পর রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, ফলে নতুন নেতৃত্বের ওপর দায়িত্ব বেড়েছে।
advertisement
6/6
সূর্যকুমার যাদবের নেতৃত্বে এবং শুভমান গিলের সহ-অধিনায়কত্বে দল নামার সম্ভাবনা প্রবল। তবে দু’জনেরই বর্তমান ফর্ম প্রশ্নের মুখে। সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালের মতো খেলোয়াড়দের উপস্থিতিতে দলে নিজের জায়গা ধরে রাখতে শুভমান গিলের ওপর চাপ বাড়ছে। এখন দেখার কাদের নাম নির্বাচন করে ভারতীয় বোর্ড।