Mohammad Shami : কেরিয়ারের সব থেকে বড় দুঃসংবাদ পেতে চলেছে মহম্মদ শামি! বোর্ড দেবে বড় ধাক্কা, আর বেশি দেরি নেই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mohammad Shami : কয়েকটি রিপোর্টে এবার দাবি করা হচ্ছে, শীর্ষ বিভাগ A+ তুলে দেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে সেক্ষেত্রে কেন্দ্রীয় চুক্তি শুধুমাত্র তিনটি স্তরে সীমাবদ্ধ থাকবে। আর বেশি ম্যাচ না খেলার কারণে একাধিক তারকা ক্রিকেটারের এবার চুক্তি থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
1/6

খুব শিগগির হয়তো বড় একখানা দুঃসংবাদ পেতে পারেন ভারতীয় পেসার মহম্মদ শামি। এমনিতেই সময়টা ভাল যাচ্ছে না তাঁর। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার পরও শামি ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না।
advertisement
2/6
আর কিছুদিনের মধ্যেই ২০২৬-২৭ মরশুমের জন্য সিনিয়র পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগের মরশুমে মোট ৩৪ জন ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন। এর আগে চুক্তির চারটি বিভাগ ছিল- A+, A, B ও C।
advertisement
3/6
কয়েকটি রিপোর্টে এবার দাবি করা হচ্ছে, শীর্ষ বিভাগ A+ তুলে দেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে সেক্ষেত্রে কেন্দ্রীয় চুক্তি শুধুমাত্র তিনটি স্তরে সীমাবদ্ধ থাকবে। আর বেশি ম্যাচ না খেলার কারণে একাধিক তারকা ক্রিকেটারের এবার চুক্তি থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে চুক্তির কোন স্তরে রাখে বোর্ড, সেটাই এখন দেখার। আর এবার শামির বোর্ডের চুক্তি থেকে বাদ পড়ার সম্ভাবনা প্রবল।
advertisement
5/6
বিসিসিআই-এর সম্ভাব্য কেন্দ্রীয় চুক্তির তালিকা- গ্রেড A- রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ। গ্রেড B- সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি। গ্রেড C- রিঙ্কু সিং, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, ধ্রুব জুরেল, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, সাই সুদর্শন, জিতেশ শর্মা।
advertisement
6/6
A+ থেকে A ক্যাটেগরিতে যাঁরা নামবেন- রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। তিনজনই শুধু ওয়ানডে ক্রিকেট খেলছেন।