TRENDING:

India vs Australia: বর্ডার-গাভাসকর সিরিজ শুরুর আগেই অবসর ঘোষণা অস্ট্রেলিয়ার 'অধিনায়কের'

Last Updated:
India vs Australia: ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত বিশ্বজয়ী অজি অধিনায়কের।
advertisement
1/6
বর্ডার-গাভাসকর সিরিজ শুরুর আগেই অবসর ঘোষণা অস্ট্রেলিয়ার 'অধিনায়কের'
অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বেই অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল। ২০২১ সালে ক্রিকেটে সবথেকে ছোট ফর্ম্যাট থেকে বিশ্বজয় করেছিল অজিরা। এবার ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন টি২০ দলের অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
advertisement
2/6
টেস্ট ক্রিকেট ও একদিনের দল থেকে আগেই বিদায় জানিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। এবার টি-২০ ক্রিকেট অর্থাৎ আন্তর্জাতির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ফিঞ্চ। তবে বিগ ব্যাশ লিগ ও আইপিএলে খেলতে পারেন ফিঞ্চ।
advertisement
3/6
অ্যারন ফিঞ্চ বলেন,"অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক যে হবে তাকে সময় দিতে হবে। নতুন ওপেনার প্রয়োজন দলে। তারও সময় প্রয়োজন। আগামী ১৮ মাসের মধ্যে গুছিয়ে নিতে হবে দলটাকে। আমি খুব ভাগ্যবান যে ১২ বছর ধরে খেলতে পেরেছি। আমার মনে হয় এটাই সেরা সময় সরে যাওয়ার।"
advertisement
4/6
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ২২ গজে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না অ্যারন ফিঞ্চের। এমনিতেও সামনে অস্ট্রেলিয়ার কোনও টি-২০ সিরিজ নেই। তাই দেশের জার্সি চিরতরে তুলে রাখার কথা ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার সব থেকে সফল টি-২০ ক্যাপ্টেন।
advertisement
5/6
প্রসঙ্গত, ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্টে ২ শতরান সহ ২৭৮ রান করেছেন ফিঞ্চ। ওডিআইতে ১৪৬টি ম্যাচে ১৭টি সেঞ্চুরি সহ ৫৪০৬ রান করেছেন তিনি। ১০৩টি টি-২০ ম্যাচে ২টি শতরান সহ ৩১২০ রান করেছেন ফিঞ্চ।
advertisement
6/6
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বেলায় আবেগপ্রবণ হয়ে পড়েন অ্যারন ফিঞ্চ। ক্রিকেট ছাড়লেও খেলার সঙ্গেই জড়িত থাকতে চান অজি অধিনায়ক। আগামি জীবনের জন্য ফিঞ্চকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ থেকে ক্রিকেট মহল।
বাংলা খবর/ছবি/খেলা/
India vs Australia: বর্ডার-গাভাসকর সিরিজ শুরুর আগেই অবসর ঘোষণা অস্ট্রেলিয়ার 'অধিনায়কের'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল