T20 World 2024 Semifinal: বদলে গেল সব হিসেব! টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে কোন দল খেলবে কাদের বিরুদ্ধে? জেনে নিন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup Semifinal Fixture: গ্রুপ পর্বের পর শেষ হল টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইট রাউন্ড। দুটি গ্রুপের আটটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে এবারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করল ৪টি দল।
advertisement
1/6

গ্রুপ পর্বের পর শেষ হল টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইট রাউন্ড। দুটি গ্রুপের আটটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে এবারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করল ৪টি দল।
advertisement
2/6
গ্রুপ টু থেক আগেই দুটি দল শেষ চারের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। গ্রুপ টু থেকে ৩টি ম্যাচের মধ্যে ৩টি জিতে টপার হয়ে সেমিফাইনালে পৌছেছে দক্ষিণ আফ্রিকা। আর ৩টির মধ্যে ২টি জিতে দ্বিতীয় হিসেবে সেমিতে পৌছেছে ইংল্যান্ড।
advertisement
3/6
বাকি ছিল গ্রুপ ওয়ানের। এই গ্রুপ থেকে অপরাজেয় থেকে পরের রাউন্ডের টিকিট পাকা করেছে ভারত। আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌছে গিয়েছে টিম ইন্ডিয়া।
advertisement
4/6
তবে এই গ্রুপ জমিয়ে দিয়েছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারিয়ে সব হিসেবে ওলট-পালট করে দেয় আফগানরা। শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিতে পৌছে নতুন ইতিহাস রচনা করব রাশিদ খান, মহম্মদ নবিরা।
advertisement
5/6
সুপার এইট পর্ব শেষ হতেই পরিষ্কার হয়ে গিয়েছে সেমিফাইনালের সূচি। ২৭ জুন ভারতীয় সময় অনুযায়ী সকাল ৬টার ম্য়াচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে খেলা হবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল।
advertisement
6/6
২৭ জুন ভারতীয় সময় রাত ৮টায় মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। গায়ানায় খেলা হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ২৯ জুন হবে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর মেগা ফাইনাল।