India vs South Africa: ফাইনালে ভারতীয় দলে একাধিক বদল? মহাচমক দেবে টিম ইন্ডিয়া! তৈরি প্রোটিয়ারা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs South Africa T20 World Cup 2024 Final: শনিবার টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মেগা ফাইনালে কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ? দেখে নিন একনজরে।
advertisement
1/7

শনিবার টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সময় রাত ৮টা থেকে বার্বাডোজের ব্রিজ টাউনে শুরু হবে দ্বৈরথ। রোহিত শর্মা বনাম এডেন মার্করামের দলের দ্বৈরথ ঘিরে চড়ছে পারদ।
advertisement
2/7
একদিকে যে কোনও ধরনের বিশ্বকাপের মঞ্চে ৮টি সেমিফাইনালেরব পর চোকার্স তকমা ঘুচিয়ে প্রথমবার ফাইনালে পৌছেছে প্রোটিয়ারা। অপরদিকে, ১১ বছর ধরে যে আইসিসি ট্রফির খরা চলছে তা মেটাতে মরিয়া মেন ইন ব্লু।
advertisement
3/7
এই ভারতীয় দল যে কতটা আলাদা তা এবারের টুর্নামেন্টে বারবার প্রমাণতি হয়েছে। এই দল বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের মত তারকারা ফর্মে ধারেকাছে মা থাকলেও প্রতিপক্ষকে দুরমুশ করতে জানে। এই দল জানে ২২ গজের বদলা ২২ গজেই কী করে নিতে হয়।
advertisement
4/7
তবে মেগা ফাইনালে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। বিরাট কোহলির অফ ফর্ম, আহামরি পারফর্ম করেননি শিবম দুবেও। ফলে দলে পরিবর্তনের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে এক ম্যাচের জন্য উইনিং কম্বিনেশন ভাঙা হবে কিনা সেটাই প্রশ্ন।
advertisement
5/7
এক ঝলকে দেখে নেওয়া যাক টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল / শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা / যুজবেন্দ্র চাহল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।
advertisement
6/7
দক্ষিণ আফ্রিকাও এই টি-২০ বিশ্বকাপে একটিও ম্যাচ হারেনি। ট্রফি জয়ের এত কাছে এসে তাড়া সেরাটা দিতে মুখিয়ে রয়েছে। হ্যান্সি ক্রোনিয়ে, গ্রেম স্মিথ, এবি ডিভিলিয়ার্সরা যা করতে পারেনি তা করে দেখাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে প্রস্তুত প্রোটিয়ারা।
advertisement
7/7
এক ঝলকে দেখে নিন টি-২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), এডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, আনরিখ নকিয়া, ওটনেইল বার্টমান।