T20 WC 2022: ভারতীয় দল জিততে চলেছে টি২০ বিশ্বকাপ! বিরাট সুখের সংযোগে আশায় বুক বাঁধছে দেশবাসী
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
T20 WC 2022: রোহিতের অধিনায়কত্বে বিশ্বকাপে প্রথমবার হেরেছে ভারত
advertisement
1/10

২০২২-এর ট ২০ বিশ্বকাপে ভারতীয় দল প্রথমবার হারের স্বাদ পেয়েছে ৷ দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে মেন ইন ব্লু ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
2/10
সূর্য কুমার যাদবের লড়াকু ইনিংসের সাহায্যে রবিবার টিম ন্ডিয়া ৯ ইউকেটে সংগ্রহ করে ১৩৩ রান জবাবে দক্ষিণ আফ্রিকা ২ বল বাকি থাকতেইই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/10
এই জয়ের সঙ্গে সঙ্গেই গ্রুপ শীর্ষে পৌঁছে যান মিলাররা মিলারের ৪৬ বলে ৫৯ রানই কার্যত জয়ের জন্য ভিত গড়ে দেয় ৷ এছাড়াও এডেন মার্করম ৫২ রানের একট ঝকঝকে ইনিংস খেলেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
4/10
এরপরেও কি ভারতের বিশ্বজয় সম্ভব? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ৷ এমন সংযোগ তৈরি হচ্ছে ৷ ২০০৭-এ ভারত টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ৷ এই নিয়েই কয়েকটি বিষয় এবার দেখে নেওয়া যাক ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
5/10
বর্তমান বিশ্বকাপের কথা বললে বলা যেতে পারে যে আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছিল, রবিবার ভারতকে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা ৷ ২০১১-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়েছিল ভারত ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
6/10
তখনও ইংরেজদের ঘোল খাইয়ে ছেড়েছিল আয়ারল্যান্ড ৷ এমনকী ভারতকেও হারের মুখ দেখতে হয়েছিল সেইবার ৷ বর্তমান টি২০ বিশ্বকাপে তিন ম্যাচে ভারতের পয়েন্ট ৪, একটি হার ও দুটি জয় দিয়ে আপাতত পয়েন্ট টেবিলের ২ নম্বর রোহিতের দল ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
7/10
পরের দুটি ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে পৌঁছে যেতে পারে টিম ইন্ডিয়া ৷ রবিবারের ম্যাচে ভারত ২ বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকা জয়ী হয়েছে, ঠিক তেমনই ২০১১-র একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত ২ বল বাকি থাকতে হেরেছিল ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
8/10
সেবারও ভারত প্রথমে ব্যাট করে ২৯৬ রানের লক্ষ্যমাত্রা দক্ষিণ আফ্রিকাকে দিয়েছিল ৷ ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলককর ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
9/10
দক্ষিণ আফ্রিকার স্টার পেসার ডেল স্টেইন পেয়েছিলেন পাঁচ উইকেট ৷ ফলত দক্ষিণ আফ্রিকা ৪৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করেছিল ৷ জ্যাক কালিস সর্বাধিক ৬৯ রান করেছিলেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
10/10
একদিন হোক বা টি২০ বিশ্বকাপ ১১ বছর পরে ভারতকে হারালো দক্ষিণ আফ্রিকা ৷ টি২০ বিশ্বকাপে আপাতত দুই দল ৬ বার মুখোমুখি হয়েছে যার মধ্যে ভারত চারবার ও দক্ষিণ আফ্রিকা ২ বার জয়ী হয়েছে ৷ সংগৃহীত ছবি ৷