আদরে-চুমুতে ভরিয়ে দেন স্ত্রীকে! সূর্যকুমার যাদবের এমন রোমান্টিক অবতার আগে দেখেননি, রইল এক ডজন ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Suryakumar Yadav Birthday: ১৪ সেপ্টেম্বর নিজের ৩৩ তম জন্মদিন পালন করছেন সূর্যকুমার যাদব। বর্তমানে এশিয়া কাপে ভারতীয় দলে রয়েছেন সূর্যকুমার। জন্মদিনে দেখুন সূর্যকুমার যাদব ও তাঁর স্ত্রীর একগুচ্ছ রোমান্টিক ছবি।
advertisement
1/12

ব্যাট হাতে বিধ্বংসী হলেও ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক সূর্যকুমার যাদব। তারকা ক্রিকেটারের প্রেম কাহিনি জানলে অবাক হবেন আপনিও।
advertisement
2/12
মাত্র ১৯ বছর বয়সী এক তরুণির নাচ দেখে প্রেমে পড়েছিলেন সূর্যকুমার যাদব। তখন সূর্যকুমারের বয়স ছিল মাত্র ২২। সেই মেয়েকেই করেছিলেন বিয়ে।
advertisement
3/12
সূর্যকুমার যাদব তার স্ত্রী দেবীশা শেট্টিকে ২০১২ সালে প্রথম দেখেন। দুজনে একই কলেজে পড়তেন। দেবীশাকে কলেজের একটি পার্টিতে প্রথম দেখেন সূর্যকুমার যাদব।
advertisement
4/12
সেই পার্টিতে দেবীশার নাচ দেখেই প্রেমে পড়ে যান সূর্যকুমার যাদব। তার রূপও মুগ্ধ করেছিল বর্তমান ভারতীয় তারকা ক্রিকেটারকে।
advertisement
5/12
তারপর থেকেই দেবীশার সঙ্গে কথা বলার জন্য ব্যকুল হয়ে উঠেছিলেন সূর্যকুমার যাদব। এরপর দুজনের ধীরে ধীরে কথাবার্তা, দেখা-সাক্ষাৎ শুরু হয়।
advertisement
6/12
দুজন প্রথমে ভালো বন্ধু হয়ে ওঠেন। তারপর ধীর ধীরে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক শুরু হয় ও একে অপরের প্রেমে পড়েন। ৫ বছর দুজন প্রেম করেন।
advertisement
7/12
এরপর ২০১৬ সালে দুজন বিয়ে করেন। দেবীশা দক্ষিণ ভারতীয় হওয়ায় সেই মতেই তারা বিয়ে করেন। বর্তমানে দেবীশার একটি নাচের স্কুলও রয়েছে।
advertisement
8/12
দেবীশাকে বিয়ের দিন ২৮ লক্ষ টাকা দিয়ে গাড়ি উপহার দিয়েছিলেন সূর্যকুমার। সেই গাড়িকে ১০ লক্ষ টাকা খরচ করে দেবীশার প্রিয় রং করিয়েছিলেন সূর্য।
advertisement
9/12
এছাড়াও ১.২৫ লক্ষ টাকা দামের একটি ডায়মন্ড রিংও উপহার দিয়েছিলেন প্রিয় স্ত্রীকে। সূর্যের ভালোবাাস আপ্লুত ছিলেন দেবীশা।
advertisement
10/12
সূর্যকুমার যাদব সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। নিজের নানা ধরেনে ছবি তিনি শেয়ার করেন। স্ত্রীর সঙ্গেও নানান মুহূর্ত তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
11/12
ক্রিকেটে যেমন তিনি সিরিয়াস, ব্যক্তিগত জীবনে তিনি ততটাই রোমান্টিক। এখনও খেলার মাঝে সুযোগ পেলেই স্ত্রীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটান সুর্যকুমার যাদব।
advertisement
12/12
স্ত্রীর দেবীশার সঙ্গে রোমান্টিক মুহূর্তের কিছু ছবিও সোস্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন তিনি। তাদের রোমান্টিক ছবি খুবই পছন্দ করেন নেটিজেনরা।