Subhman Gill : তিলক বর্মার বদলে বিশ্বকাপের ভারতীয় দলে কি শুভমান গিল? জানা গেল ভেতরের খবর, বিসিসিআই যা ভাবছে...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Subhman Gill : এবার বিজয় হাজারে ট্রফিতে প্রথমবার নিজের রাজ্য দল পঞ্জাবের হয়ে খেলতে নামেন শুভমান গিল। জয়পুরের কেএল সাইনি স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে ম্যাচে পঞ্জাবের অধিনায়ক প্রভসিমরন সিংয়ের সঙ্গে ওপেন করেন তিনি।
advertisement
1/6

২০২৬ টি২০ বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল থেকে আচমকাই বাদ দেওয়া হয়েছিল শুভমান গিলকে। এমন একটা ঘটনা যে ঘটতে পারে তার কোনও আঁচই কেউ পাননি। ২৬ বছর বয়সী তারকা গিল এখন ভারতীয় দলের বড় ভরসা। সেই তিনিই খেলবেন না টি২০ বিশ্বকাপ!
advertisement
2/6
ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার তিলক বর্মার পেটে চোট। ফলে আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ থেকে তিনি ছিটকে যেতে পারেন। এখন প্রশ্ন হল, তিলকের বদলে কি বিশ্বকাপের দলে জায়গা পাবেন শুভমান গিল!
advertisement
3/6
এবার বিজয় হাজারে ট্রফিতে প্রথমবার নিজের রাজ্য দল পঞ্জাবের হয়ে খেলতে নামেন শুভমান গিল। জয়পুরের কেএল সাইনি স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে ম্যাচে পঞ্জাবের অধিনায়ক প্রভসিমরন সিংয়ের সঙ্গে ওপেন করেন তিনি। তবে তিনি মাত্র ১১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন।
advertisement
4/6
তিলক বর্মা যে বিশ্বকাপে খেলবেন না তা নিয়ে কোনও পাকা খবর নেই। তিলকের অস্ত্রোপচার হয়েছে। এবার চিকিৎসকদের পরামর্শের উপর নির্ভর করছে তিলকের টি২০ বিশ্বকাপে খেলা। তবে এরই মধ্যে গিলের নাম ভাসতে শুরু করেছে।
advertisement
5/6
অনেকে আবার মনে করছেন, তিলকের পরিবর্তে গিলকে টি২০ বিশ্বকাপ দলে জায়গা দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তিলককে বিশ্বকাপে খেলতে দেখা যাবে। ততদিনে তিনি সুস্থ হয়ে উঠবেন।
advertisement
6/6
তিলক অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে পারবেন না। ২১ জানুয়ারি থেকে শুরু হবে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে খেলার জন্য ফিট হবেন না তিলক। তবে বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে যাবেন বলেই ধরা যায়। ফলে এই দলে গিলের আর জায়গা হওয়া মুশকিল। যদি তিলক ফিট নাও হন তা হলে অন্য কাউকে নেওয়া হতে পারে বিকল্প হিসেবে।