TRENDING:

Shubman Gill Injury : কলকাতায় খেলতে এসে রাত কাটল হাসপাতালে! আইসিইউতে ভারত অধিনায়ক, ব্যথা আর সহ্য করতে পারছেন না গিল

Last Updated:
Shubman Gill : ব্যথায় কাতর শুভমান গিল। তিনি নাকি ব্যথা সহ্য করতে পারছিলেন না। ‘নেক স্প্যাজম’-এর জেরে সমস্যায় ভারতীয় অধিনায়ক। সামান্য ঘাড় ঘোরাতেও প্রবল সমস্যায় পড়ছেন তিনি। 
advertisement
1/6
কলকাতায় খেলতে এসে রাত কাটল হাসপাতালে! আইসিইউতে রাত কাটল ভারত অধিনায়কের
মাত্র তিন বল খেলেছিলেন তিনি। ইডেন টেস্টের স্মৃতি সুখের হল না ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিলের। কলকাতায় খেলতে এসে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। রাত কাটল আইসিইউতে।
advertisement
2/6
শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে অ্যাম্বুল্যান্সে করে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুভমান গিলকে। সন্ধে ৭টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন শুভমান। পরিস্থিতি যা তাতে শুভমানের আর ইডেন টেস্টে খেলার কোনও সম্ভাবনা নেই।
advertisement
3/6
জানা গিয়েছে, শনিবার সকালে ঘুম থেকে উঠেই ঘাড়ে টান অনুভব করেন শুভমান গিল। তার পর ব্যতা কমানোর ওষুধ খান। এমনকী তিনি পেইনকিলার খেয়েই ইেডেনে ব্যাট করতে নেমেছিলেন বলে খবর। ব্যাট করতে নেম তৃতীয় বলে সাইমন হারমারকে তৃতীয় বলে সুইপ মারতে গিয়ে ঘাড়ে আবার ব্যথা শুরু হয় তাঁর। এর পর শুভমনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তিনি নাকি ঘাড় ঘোরাতেই পারছেন না। তাঁর মেরুদণ্ডেও সমস্যা রয়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
4/6
এখনও পর্যন্ত যা খবর, গুয়াহাটিতে পরের টেস্টেও খেলতে পারবেন না শুভমান। জানা গিয়েছে, এমআরআই হয়েছে শুভমানের। পর্যবেক্ষণের জন্য সারা রাত তাঁকে আইসিইউ’তে রাখা হয়েছে।
advertisement
5/6
ব্যথায় কাতর শুভমান গিল। তিনি নাকি ব্যথা সহ্য করতে পারছিলেন না। ‘নেক স্প্যাজম’-এর জেরে সমস্যায় ভারতীয় অধিনায়ক। সামান্য ঘাড় ঘোরাতেও প্রবল সমস্যায় পড়ছেন তিনি। 
advertisement
6/6
বছরখানেক আগে ঘাড়ে ব্যথার সমস্যায় ভুগেছিলেন। তখনও তাঁর এমআরআই হয়েছিল বলে জানা যায়। টেস্টের তৃতীয় দিন শুভমান না থাকায় ভারতীয় দলের চাপ বাড়বে। তাছাড়া শুভমান গুয়াহাটি টেস্টেও নেই। ফলে দল সাজাতে আবার নতুন করে পরিকল্পনা করতে হবে গম্ভীরদের।
বাংলা খবর/ছবি/খেলা/
Shubman Gill Injury : কলকাতায় খেলতে এসে রাত কাটল হাসপাতালে! আইসিইউতে ভারত অধিনায়ক, ব্যথা আর সহ্য করতে পারছেন না গিল
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল