তৃতীয় দিনের প্রথম সেশনে মহম্মদ সিরাজ সাইমন হার্মারকে বোল্ড করে দক্ষিণ আফ্রিকাকে নবম আঘাত দেন। হার্মার ২০ বল খেলে ৭ রান করেছিলেন। কিন্তু ইনিংসের ৫৪তম ওভারে সিরাজ এমন এক তীব্র গতির বল করেন যা হার্মার মোটেই বুঝে উঠতে পারেননি। বল সরাসরি স্টাম্পে আঘাত করে এবং স্টাম্প দু’খণ্ড হয়ে যায়। এভাবে দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে নবম উইকেট হারায়। একই ওভারের শেষ বলেই সিরাজ কেশব মহারাজকে এলবিডব্লিউ আউট করে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ করে দেন।
advertisement
কলকাতার ইডেনে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে মহম্মদ সিরাজ টিম ইন্ডিয়ার জন্য ৪টি উইকেট দখল করেছেন। দ্বিতীয় ইনিংসে সিরাজ মাত্র ২ ওভার বল করে ২ রান দিয়ে ২টি উইকেট নেন। আর প্রথম ইনিংসে তিনি ১২ ওভার বল করে ৪৭ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন। এইভাবে সিরাজের ঝুলিতে মোট ৪টি উইকেট যায়।
আরও পড়ুন- শুভমান গিলকে নিয়ে খারাপ খবর! সামনে এল বড় আপডেট, মন ভাঙল সকলের!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্য রাখা হয়েছে। ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ১৫৯ রান করেছিল। এর জবাবে টিম ইন্ডিয়া ১৮৯ রান করে অলআউট হয় এবং ২০ রানের লিড পায়। তবে দ্বিতীয় ইনিংসেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্যর্থ হয় এবং তারা ১৫৩ রানে অলআউট হয়ে যায়। এভাবে প্রথম ইনিংসের লিডের ভিত্তিতে ভারতের সামনে ১২৪ রানের লক্ষ্য নির্ধারণ হয়।
