TRENDING:

Ravindra Jadeja : ১৫ বছর পর 'বাড়ি' ফিরছেন জাদেজা! আবার তিনিই ক্যাপ্টেন! চেন্নাই ছেড়ে বিশ্বসেরা অলরাউন্ডারের এবার ঘরওয়াপসি

Last Updated:

Ravindra Jadeja : চেন্নাই সুপার কিংস (CSK)-এর সঙ্গে বহু বছর ধরে সমার্থক ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু অভিজ্ঞ এই অলরাউন্ডার আর পাঁচবারের চ্যাম্পিয়নদের সঙ্গে থাকবেন না। তিনি ফিরে যাবেন রাজস্থান রয়্যালস (RR)-এ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : চেন্নাই সুপার কিংস (CSK)-এর সঙ্গে বহু বছর ধরে সমার্থক ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু অভিজ্ঞ এই অলরাউন্ডার আর পাঁচবারের চ্যাম্পিয়নদের সঙ্গে থাকবেন না। তিনি ফিরে যাবেন রাজস্থান রয়্যালস (RR)-এ। তারা ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মরসুমে প্রথম জাদজাকে দলে নিয়েছিল।
News18
News18
advertisement

রবীন্দ্র জাদেজা জায়গা বদল করেছেন রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে, তিনিও দীর্ঘ সময় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকার পর দল ছেড়েছেন। এদিকে, টাইমস অব ইন্ডিয়া (TOI)-এর এক প্রতিবেদনের মতে, আইপিএল ২০২৬-এ জাদেজাই দলের অধিনায়ক হওয়ার প্রথম পছন্দ।

রয়্যালস রিয়ান পরাগকে পরবর্তী অধিনায়ক হিসেবে প্রস্তুত করছিল। আইপিএল ২০২৫-এ স্যামসন চোটের কারণে কয়েকটি ম্যাচ মিস করেছিলেন, আর তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন পরাগ। এর পর ছিলেন যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেলও অধিনায়কত্বের দৌড়ে ছিলেন। কিন্তু রয়্যালস সম্ভবত জাদেজার দিকেই বাজি ধরেছে পরবর্তী অধিনায়ক হিসেবে।

advertisement

এমএস ধোনি আইপিএল ২০২২-এ সিএসকের নেতৃত্ব ছাড়ার পর জাদেজার হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল। কিন্তু চাপের কাছে নতি স্বীকার করেন জাদেজা। অধিনায়কত্ব ছেড়ে দেন।

এদিকে, রাজস্থান রয়্যালসে যোগ দিতে জাদেজা ৪ কোটি টাকার বেতন কম নেবেন। তিনি রয়্যালসে পাবেন ১৪ কোটি টাকা, যা সিএসকে-তে তাঁর আগের ১৮ কোটি টাকার চেয়ে কম। সিএসকে স্যাম কারানকেও ট্রেড করেছে।

advertisement

আরও পড়ুন- দিলীপ ঘোষের সঙ্গে দেখা সৌরভের! বিজেপি নেতা যা ‘সারপ্রাইজ’ পেলেন…

রাজস্থানের কর্ণধার মনোজ বাদালের সঙ্গে জাদেজার ইতিমধ্যে কথাবার্তা এগিয়ে গিয়েছে বলেও খবর। বাদালে রাজস্থানের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘ও আমার সঙ্গে যোগাযোগ করে। সেটা অক্টোবরের মাঝামাঝি সময়ে। জাদেজা খুব উত্তেজিত ছিল তখন। আমাদের দলের হয়েই প্রথম আইপিএল খেলেছিল জাদেজা। স্মৃতিচারণ করছিল। ঘরে ফিরতে পেরে ও আবেগপ্রবণ।’’

advertisement

রাজস্থান রয়্যালসের রিলিজ করা খেলোয়াড়রা- সঞ্জু স্যামসন (চেন্নাই সুপার কিংসে ট্রেড), নীতিশ রানা (দিল্লি ক্যাপিটালসে ট্রেড), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহীশ থিকশানা, ফজলহক ফারুকি, কুনাল সিং রাঠোর, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়া, অশোক শর্মা।

রাজস্থান রয়্যালসের রিটেইন করা খেলোয়াড়রা- রবীন্দ্র জাদেজা (চেন্নাই সুপার কিংস থেকে), স্যাম কারান (চেন্নাই সুপার কিংস থেকে), ডোনোভান ফেরেইরা (দিল্লি ক্যাপিটালস থেকে), সন্দীপ শর্মা, শুভম দুবে, বৈভব সুর্যবংশী, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, শিমরন হেটমায়ার, যশস্বী জৈসওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, যুধবীর সিং চরক, জোফ্রা আর্চার, তুষার দেশপান্ডে, কুয়েনা মাফাকা, নান্দ্রে বার্গার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সহজ নিয়ম মানলে ফলন হবে দেখার মতো, শীতে সবজি চাষ করেই 'মালামাল'
আরও দেখুন

অবশিষ্ট পার্স: ₹১৬.০৫ কোটি | ফাঁকা স্লট: ৯ (১ জন বিদেশি)।

বাংলা খবর/ খবর/খেলা/
Ravindra Jadeja : ১৫ বছর পর 'বাড়ি' ফিরছেন জাদেজা! আবার তিনিই ক্যাপ্টেন! চেন্নাই ছেড়ে বিশ্বসেরা অলরাউন্ডারের এবার ঘরওয়াপসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল