IPL 2025 Final: আসরে এবার দাদা! আইপিএল ফাইনাল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী সৌরভের! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
IPL 2025 Final: ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়ীক বিরতির পর ফের শুরু হয়েছে আইপিএল ২০২৫। কিন্তু নতুন সূচির ভেন্যুতে কলতকাতার ইডেন গার্ডেন্সের নাম না থাকায় তৈরি হয়েছে বিতর্ক।
advertisement
1/6

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে সাময়ীক বিরতির পর ফের শুরু হয়েছে আইপিএল ২০২৫। কিন্তু নতুন সূচির ভেন্যুতে কলতকাতার ইডেন গার্ডেন্সের নাম না থাকায় তৈরি হয়েছে বিতর্ক।
advertisement
2/6
গতবার কেকেআর চ্যাম্পিয়ন হওয়ায় নিয়ম অনুযায়ী একটি প্লে অফ ও ফাইনাল পাওয়ার কথা কলকাতার। পুরনো সূচিতে ছিলও তাই। কিন্তু নতুন সূচিতে কলকাতাকে এখনও পর্যন্ত বঞ্চিত রাখা হয়েছে।
advertisement
3/6
তবে প্রাক্তব বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু এখনও কলকাতাতেই আইপিএল ফাইনাল হওয়ার বিষয়ে আশাবাদী। এবং তিনি মনে করেন ফাইনাল হবে ক্রিকেটের নন্দনকাননে।
advertisement
4/6
কলকাতায় আইপিএল ফাইনাল ফেরানোর জন্য তিনি নিজে 'ময়দানে' নেমেছেন বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ বলেছেন,"চেষ্টা চলছে ইডেনে ফাইনাল করার। অত সহজে সরিয়ে দেওয়া যায়!"
advertisement
5/6
এছাড়াও সৌরভ বলেছেন,"ফাইনাল ইডেনে হবে, আমি আশাবাদী। ভীষণভাবে আশাবাদী। ফাইনাল ও প্লে অফ দু’টো ম্যাচ নিয়েই।" ইতিমধ্যেই সিএবির তরফ থেকেও বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে আইপিএল ফাইনাল নিয়ে।
advertisement
6/6
দিন কয়েক আগে ইডেনের বাইরে ক্রীড়াপ্রেমিরা কলকাতায় আইপিএল ফাইনাল চেয়ে বিক্ষোভও দেখিয়েছে। সিএবি কর্তারাও প্রস্তুত ফাইনাল আয়োজনের জন্য। শেষ পর্যন্ত বোর্ড কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।