Sourav Ganguly: 'তোমায় ভালোবেসে ফেলেছি', লন্ডনে ঝড় তুলল সৌরভের 'কাপল পিকচার', প্রেম পুরো মাখোমাখো
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Sourav Ganguly Couple Picture At London Goes Viral: সৌরভের একটি ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। তবে ছবিটি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে শেয়ার করেননি। ছবিতে দেখা গিয়েছে লন্ডনের রাস্তায় সৌরভের কাপল পিকচার।
advertisement
1/5

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে সৌরভের একটি ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
advertisement
2/5
তবে ছবিটি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে শেয়ার করেননি। ছবিতে দেখা গিয়েছে লন্ডনের রাস্তায় সৌরভের কাপল পিকচার। লেখা 'তোমায় ভালোবেসে ফেলেছি'।
advertisement
3/5
আসলে ছবিটি শেয়ার করেছে ডোনা গঙ্গোপাধ্যায়। সকাল সকাল লন্ডনে স্বামীর সঙ্গে প্রাতঃভ্রমণের ছবি শেয়ার করে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে ডোনা।
advertisement
4/5
তবে কাকে ভালবেসে ফেলেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে ডোনা লেখেন,'এই আকাশ আর মেঘমালাদের ভালোবেসে ফেলেছি।' যেই ছবি মুহূর্তে ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
advertisement
5/5
ছবিতে দেখা যাচ্ছে নীল কুর্তি সঙ্গে নীল জ্যাকেট ও কালো জিন্স পরে পরে ডোনা, অন্যদিকে সৌরভের পরনে বাদামি রঙের টি-শার্ট, নীল জিন্স ও সবুজ জ্যাকেট। সেই ছবিতে তাদের দুজনকে ভালোবাসা ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।