Siraj-Zania: আশা ভোঁসলের নাতনির সঙ্গে প্রেম মহম্মদ সিরাজের! এবার 'সম্পর্ক' নিয়ে মুখ খুললেন দুজনেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Siraj-Zanai: একে অপরের দিকে হাসি মুখে তাকিয়ে থাকা একটি ছবি। আর সেটাই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড় উঠে যায়। তাহলে কি আশা ভোসলের নাতনির সঙ্গে প্রেম করছেন মহম্মদ সিরাজ? শুরু হয়ে যায় তুমুল জল্পনা।
advertisement
1/6

একে অপরের দিকে হাসি মুখে তাকিয়ে থাকা একটি ছবি। আর সেটাই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড় উঠে যায়। তাহলে কি আশা ভোঁসলের নাতনির সঙ্গে প্রেম করছেন মহম্মদ সিরাজ? শুরু হয়ে যায় তুমুল জল্পনা।
advertisement
2/6
জনাই ভোঁসলে নিজেই একজন সিঙ্গার। তাঁর জন্মদিনের পার্টির কিছু ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই একটি ছবিতে জনাই ভোসলের সঙ্গে দেখা যায় টিম ইন্ডিয়ার তারকা পেসার সিরাজকে। তারপর থেকেউ প্রেমের গুঞ্জন শুরু।
advertisement
3/6
জনাই-সিরাজের প্রেমের জল্পনা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে শেশ পর্যন্ত নীরবতা ভাঙতে বাধ্য হলেন দুজন। তাদের মধ্যে কোন সম্পর্তে রয়েছে তা আরও একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন জনাই।
advertisement
4/6
নিজের ইনস্টা স্টোরিতে সিরাজের সঙ্গে ছবিটি শেয়ার করেন জনাই। তিনি লেখেন, ‘আমার প্রিয় ভাই’। মহম্মদ সিরাজকে নিজের ভাই বলে পরিচয় দিয়েছেন আশা ভোসলের নাতনি।
advertisement
5/6
চুপ থাকেননি মহম্মদ সিরাজও। জল্পনায় ইতি টেনে জনাইয়ের পোস্ট রিপোস্ট করে লিখেছেন, ‘আমার বোনের মতো আর কেউ নেই। আমি তাকে ছাড়া কোথাও থাকতে চাই না। তারাদের মাঝে যেমন চাঁদ, আমার বোন সেইরকমই হাজারের মধ্যে এক’।
advertisement
6/6
প্রসঙ্গত, সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ। তাই বর্তমানে ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে নারাজ। জসপ্রীত বুমরাহ শেষ পর্যন্ত চোটের কারণে খেলতে না পারলে পের ডাক আসতে পারে বলেও জানেন সিরাজ।