কেকেআরের সেরা ক্যাপ্টেন কে? শাহরুখ খান বলে দিলেন নাম, নিলামের আগে বড় খবর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shahrukh Khan on Gautam Gambhir- শ্রেয়স আইয়ার নয়, অন্য একজনকে কেকেআরের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে বেছে নিলেন শাহরুখ। আর সেই তারকা অনেকেরই চেনা।
advertisement
1/7

৫৯ তম জন্মদিন পালন করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। কেকেআর তাঁদের বস-এর জন্য আলাদা করে পার্টি আয়োজন করেছিল।
advertisement
2/7
সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকা, ক্রীড়াবিদ- সকলেই শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন। ক্রিকেটপ্রেমী শাহরুখ খান কিন্তু বরাবরই তাঁর প্রিয় দল কেকেআরের সঙ্গে যুক্ত।
advertisement
3/7
কিং খানকে জন্মদিনের দিন শুভেচ্ছা জানিয়েছিলেন গৌতম গম্ভীর। তিনি এখন কেকেআর ছেড়ে ভারতীয় দলের কোচিং করাচ্ছেন। আর গম্ভীরকে ধন্যবাদও জানালেন কিং খান।
advertisement
4/7
শ্রেয়স আইয়ার নয়, অন্য একজনকে কেকেআরের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে বেছে নিলেন শাহরুখ। আর সেই তারকা অনেকেরই চেনা।
advertisement
5/7
গম্ভীর লেখেন, আজ সেই লোকটিকে শুভেচ্ছা জানাই যিনি ২৫ বছর বয়সে পা দিলেন! আপনার এনার্জি, ক্যারিশমা এবং চার্ম প্রতি বছর আরও তরুণ হয়ে উঠুক! আপনি চিরকাল ভালবাসা ছড়িয়ে দিন!’ শাহরুখের একটি ছবিও পোস্ট করেন তিনি।
advertisement
6/7
IPL-এ কলকাতা ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক অভিনেতা শাহরুখ খান। অন্যদিকে, গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ২০১২ এবং ২০১৪ সালে IPL চ্যাম্পিয়ন হয়েছিল। এর পর KKR মেন্টর হন তিনি, তার পর আবার কেকেআর চ্যাম্পিয়ন হয়।
advertisement
7/7
গম্ভীরের জন্য শাহরুখ লেখেন- আমি ২৫ ?!? আমার মনে হয় আমি আরও তরুণ...হা হা … ধন্যবাদ জিজি, অনুপ্রেরণা হয়ে ওঠার জন্য। মাই ক্যাপ্টেন ফরএভার অ্যান্ড মোর…লাভ ইউ’