TRENDING:

Anaya Bangar : ছেলে থেকে মেয়ে হয়েছেন, পৃথিবীর একমাত্র ক্রিকেটার দিলেন এবার বড় 'সুখবর'

Last Updated:
Anaya Bangar : অনয়া জানিয়েছিলেন, নিজের ইউটিউব চ্যানেলে একটি তথ্যচিত্রও প্রকাশ করবেন। এবার ইনস্টাগ্রামে অনয়া লিখেছেন, ‘অপারেশনের পর দ্রুত সুস্থ হয়ে উঠছি। যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ।
advertisement
1/6
ছেলে থেকে মেয়ে হয়েছেন, পৃথিবীর একমাত্র ক্রিকেটার দিলেন এবার বড় 'সুখবর'
সাহসী পদক্ষেপ নেওয়ার পর তিনি এখন চর্চায়। কেউ তাঁর প্রশংসা করে বলেছেন, জীবনে তিনি যা হতে চেয়েছেন সেটাই হয়েছেন। সমাজের বিপরীত স্রোতে গিয়ে সাহসী কাজটাই করেছেন তিনি। আবার অনেকে তাঁর সমালোচনা করেছেন। তিনি অনয়া বাঙ্গার, ভারতীয় দলের প্রাক্তন কোচ ও ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান।
advertisement
2/6
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের মেয়ে অনয়ার জীবনটাই বদলে গিয়েছে গত কয়েক মাসে। প্রকৃতির নিয়মে তিনি ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তবে অনয়া মানসিকভাবে বরাবর নিজেকে মেয়ে হিসেবেই অনুভব করেছেন। তাই চেয়েছিলেন, বায়োলজিক্যালি তিনি যাতে মেয়ে হতে পারেন! সেই চাহিদা অনুযায়ী, অনয়া বিদেশে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করান। গোটা প্রক্রিয়া সম্পন্ন। অনয়া এখন বায়োলজিক্যালি মেয়ে। তবে এই প্রক্রিয়া ছিল বেশ জটিল। আর এই প্রক্রিয়ার জন্য অনয়াকে শারীরিক সমস্যার মধ্যে দিয়েও যেতে হয়েছে।
advertisement
3/6
ছিলেন ছেলে, তবে এখন তিনি মেয়ে। শরীর ও মনে আমূল পরিবর্তন হয়েছে তাঁর। বোধ হয় ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা আগে আর ঘটেনি। তবে এই ক্রিকেটারের শারীরিক এমন পরিবর্তনের পর তাঁর আর ক্রিকেট খেলা হচ্ছে না। খেলাকে বিদায় জানাতে হয়েছে। অনয়া অবশ্য এবার ক্রিকেটে ফিরতে চাইছেন। তবে আর ছেলেদের ক্রিকেটে খেলতে পারবেন না, খেলতে চানও না তিনি। আইসিসি ও বিসিসিআই কর্তাদের কাছে তিনি মেয়েদের ক্রিকেটে খেলার অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছেন।
advertisement
4/6
ম্যাঞ্চেস্টার মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয়ে এক বছর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (এইচআরটি) করিয়েছেন অনয়া। তাঁর শরীরে পেশির শক্তি, সহনশীলতা, গ্লুকোজ এবং অক্সিজেনের মাত্রা মহিলাদের মতোই। ফলে তিনি মহিলাদের ক্রিকেটে খেলার যোগ্য বলে দাবি করেছিলেন। অনয়া ইতিমধ্যে দেশেও ফিরেছেন। আর দেশে ফেরার পর নিজের লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া সম্পর্কে বারবার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে চলেছেন তিনি।
advertisement
5/6
অনয়া জানিয়েছিলেন, নিজের ইউটিউব চ্যানেলে একটি তথ্যচিত্রও প্রকাশ করবেন। এবার ইনস্টাগ্রামে অনয়া লিখেছেন, ‘অপারেশনের পর দ্রুত সুস্থ হয়ে উঠছি। যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ। আর যাঁরা আমাকে ঘৃণা করেন, তাঁদেরও ধন্যবাদ।’ অপারেশনের বিষয়ে যাবতীয় তথ্য নিয়েই তথ্যচিত্র আসছে বলে জানিয়েছিলেন অনয়া।
advertisement
6/6
২৩ বছর বয়সী আরিয়ানের ধীরে ধীরে অনয়া হয়ে ওঠার প্রক্রিয়া ছিল বেশ জটিল। ১০ মাস ধরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়েছিলেন তিনি। তার পর নিজেকে আমূল বদলে ফেলেছেন। পুরো প্রক্রিয়া নিয়ে বারবার সোস্যাল মিডিয়া পোস্ট করেন তিনি। নিজের যাত্রাপথের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
বাংলা খবর/ছবি/খেলা/
Anaya Bangar : ছেলে থেকে মেয়ে হয়েছেন, পৃথিবীর একমাত্র ক্রিকেটার দিলেন এবার বড় 'সুখবর'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল