Ruturaj Gaikwad Marriage: আইপিএল শেষেই জীবনের ২২ গজে নতুন ইনিংস, সাত পাকে বাঁধা পড়লেন রুতুরাজ গায়কোয়াড়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Ruturaj Gaikwad Marriage: আইপিএল শেষেই জীবনের ২২ গজে নতুন ইনিংসটা শুরু করে দিলেন চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়। শনিবার সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার। নিজের দীর্ঘ দিনের বান্ধনী উৎকর্ষা পাওয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রুতুরাজ।
advertisement
1/8

আইপিএল শেষেই জীবনের ২২ গজে নতুন ইনিংসটা শুরু করে দিলেন চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটার রুতুরাজ গায়কোয়াড়। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম ruutu.131)
advertisement
2/8
শনিবার সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটার। নিজের দীর্ঘ দিনের বান্ধনী উৎকর্ষা পাওয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রুতুরাজ। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম ruutu.131)
advertisement
3/8
আইপিএল ফাইনাল শেষে রুতুরাজ ও উৎকর্ষকাকে একসঙ্গে দেখা গিয়েছিল। ট্রফি হাতে ফটো সেশন করেছিলেন সিএসকে তারকা ও তাঁর বাগদত্তা। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম ruutu.131)
advertisement
4/8
উৎকর্ষা পাওয়ার নিজেও একজন ক্রিকেটার সে কথা সকলেরই জানা। মহারাষ্ট্রের হয় লিস্ট এ ক্রিকেটও খেলেছেন রুতুরাজ গায়কোয়াড়ের স্ত্রী। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম ruutu.131)
advertisement
5/8
৩ জুন, অর্থাৎ শনিবার মহাবালেশ্বরের একটি রিসর্টে বসেছিল বিয়ের আসর। মহারাষ্ট্রের চিরাচরিত প্রথা মেনে বিয়ে করেছেন ঋতুরাজ ও উৎকর্ষা। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম ruutu.131)
advertisement
6/8
বিয়ের পর একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রুতুরাজ গায়কোয়াড়। ক্যাপশনে তারকা ক্রিকেটার লেখেন, 'পিচ থেকে বিয়ের পিঁড়ি, আমাদের যাত্রা শুরু হল।' (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম ruutu.131)
advertisement
7/8
বিয়েতে অনুষ্ঠানে টুইনিং পোশাক পরেছিলেন। বিয়ের সময় সবুজ রঙের শাড়ি পরেছিলেন উৎকর্ষা। হালকা ক্রিম রঙের কুর্তা পরেছিলেন ঋতুরাজ। তাঁর পাগড়ি ছিল সবুজ রঙের। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম ruutu.131)
advertisement
8/8
রুতুরাজের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সস্ত্রীক শিবম দুবে। এছাড়া অন্যান্য ভারতীয় ক্রিকেটাররাও রুতুরাজের ইনস্টা পোস্টে শুভেচ্ছা জানান। (ছবি সৌজন্যে, ইনস্টাগ্রাম শিবম দুবে)