বাবা হবেন, ছুটি চাই! রোহিত শর্মার স্ত্রীর সঙ্গে লেগে গেল গাভাসকরের! বিরাট ঝামেলা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Rohit Sharma wife- অ্যারন ফিঞ্চের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘স্যালুট’ ইমোজি দিয়েছেন রোহিত শর্মার স্ত্রী। তার পর থেকেই প্রকাশ্যে গাভাসকর আর রোহিত শর্মার স্ত্রীর কাজিয়া।
advertisement
1/8

রোহিত শর্মা দ্বিতীবার বাবা হতে চলেছেন। এ খবর তো জানাজানি হয়েই গিয়েছে। তবে তিনি কবে নাগাদ বাবা হচ্ছেন, তা নিয়ে এতদিন কোনও পাকা খবর ছিল না।
advertisement
2/8
জানা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর বিসিসিআই কর্তারা কিছুটা চিন্তায় রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে আর যাতে কোনও শোচনীয় পরিস্থিতি না হয়, তাই আগে থেকে ব্যাবস্থা নিতে চাইছেন তাঁরা। আর তার জন্যই রোহিতের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। খবর এমনই। রোহিতের ছুটি বাতিল হতে পারে।
advertisement
3/8
অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার জন্য ১০ নভেম্বর ভারতীয় দলের অনেক ক্রিকেটার রওনা দেবেন। জানা যাচ্ছে, সেদিন রওনা দিতে পারেন রোহিত শর্মাও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। তা হলে কি সেই সিদ্ধান্ত বদল করলেন! জানা যাচ্ছে, বাধ্য হলেন সিদ্ধান্ত বদল করতে।
advertisement
4/8
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রোহিত খেলবেন না বলে জানা যাচ্ছিল। তবে এখন শোনা যাচ্ছে, রোহিত শর্মা বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদল করেছেন। ঠিক ওই সময়ই তিনি বাবা হতে পারেন বলে খবর। তাই ছুটি চেয়েছিলেন স্ত্রীর পাশে থাকবেন বলে।
advertisement
5/8
২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। পাঁচ টেস্টের সিরিজ। প্রথম টেস্টে হিটম্যান খেলবেন না বলেই খবর ছিল এতদিন। তবে তাঁর ছুটি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল।
advertisement
6/8
সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি ঘুরিয়ে রোহিতের ছুটির বিরোধিতা করেছেন। আবার অ্যারন ফিঞ্চ টিম ইন্ডিয়ার অধিনায়কের ছুটির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এই বিতর্কের মধ্যে এবার আসরে রোহিতের স্ত্রী রীতিকা।
advertisement
7/8
অ্যারন ফিঞ্চ এদিন একটি পোস্টে লেখেন- গাভাসকরের সঙ্গে এই বিষয়ে একেবারেই একমত নই আমি। রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক হলেও ওর বাড়িতে সন্তান আসছে। এমন সময়ে যদি ওর পরিবারের সঙ্গে থাকতে ইচ্ছা হয়, তাহলে তাঁকে সেই সুযোগ দেওয়া উচিত।
advertisement
8/8
অ্যারন ফিঞ্চের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘স্যালুট’ ইমোজি দিয়েছেন রোহিত শর্মার স্ত্রী। তার পর থেকেই প্রকাশ্যে গাভাসকর আর রোহিত শর্মার স্ত্রীর কাজিয়া।