TRENDING:

Rohit Sharma Son Name: অবশেষে জানা গেল রোহিত শর্মার ছেলের নাম, 'জুনিয়র হিটম্যান'এর নাম জানালেন রীতিকা

Last Updated:
Rohit Sharma Son Name And Meaning Revealed: রোহিতের ছেলের নাম কী হল তা এতদিন জানা যায়নি। ফলে কৌতুহল বাড়ছিল ফ্যানেদের। অবশেষে রোহিত শর্মার স্ত্রী রীতিকা জানালেন 'জুনিয়র হিটম্যান'এর নাম।
advertisement
1/6
অবশেষে জানা গেল রোহিত শর্মার ছেলের নাম, 'জুনিয়র হিটম্যান'এর নাম জানালেন রীতিকা
দ্বিতীয়বার বাবা হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট মিস করেছেন রোহিত শর্মা। গত ১৫ নভেম্বর পুত্র সন্তানের বাবা-মা হন রোহিত-রীতিকা।
advertisement
2/6
সোশ্যাল মিডিয়ায় ভারত অধিনায়ক নিজেই জানিয়েছিলেন রোহিত-রীতিকা-সামাইরার পরিবারের চতুর্থ জন আসার কথা। ভেসেছিলেন শুভেচ্ছার জোয়ারে।
advertisement
3/6
তারপর ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা। কিন্তু রোহিতের ছেলের নাম কী হল তা এতদিন জানা যায়নি। ফলে কৌতুহল বাড়ছিল ফ্যানেদের।
advertisement
4/6
অবশেষে রোহিত শর্মার স্ত্রী রীতিকা জানালেন 'জুনিয়র হিটম্যান'এর নাম। চারটি পুতুলের ছবি দিয়েছেন রীতিকা। সেখানেই লেখা রয়েছে পরিবারের ৪ জনের নাম।
advertisement
5/6
একটি পুতুলের টুপিতে নিজের, একটিতে রোহিতের, একটিতে মেয়ে সামাইরার নাম লিখেছেন। আর একটি ছোট পুতুলের টুপিতে লিখেছেন ছেলের নাম ‘অহান’।
advertisement
6/6
রোহিত শর্মার ‘অহান’ নামের অর্থ ভোর বা সূর্যদয়। ছেলের জন্মের ১৫ দিন পর তার নাম প্রকাশ্যে আনলেন রীতিকা। ফের শুভেচ্ছা জোয়ারে ভাসছেন রোহিত-রীতিকা।
বাংলা খবর/ছবি/খেলা/
Rohit Sharma Son Name: অবশেষে জানা গেল রোহিত শর্মার ছেলের নাম, 'জুনিয়র হিটম্যান'এর নাম জানালেন রীতিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল