Rohit Sharma: এক সেঞ্চুরিতে ৫ 'বিশ্বরেকর্ড' রোহিতের! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হিটম্যানের 'সিংহ গর্জন'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Create 5 Unique World Records: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে ৯০ বলে ১১৯ রানের মারকাটারি ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ১২টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। এই ইনিংসের সৌজন্যে ৫টি বড় রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক।
advertisement
1/7

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে ৯০ বলে ১১৯ রানের মারকাটারি ইনিংস খেলেছেন রোহিত শর্মা। ১২টি চার ও ৭টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। এই ইনিংসের সৌজন্যে ৫টি বড় রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক।
advertisement
2/7
রোহিত শর্মা বরাবরই ছয় মারতে ভালবাসেন। ছয় মারার নিরিখে একাধিক নজির আগেও গড়েছেন হিটম্যান। কটকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মারা নিরিখে ক্রিস গেইলকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা।
advertisement
3/7
আইসিসির টিম এবং দেশের জার্সি মিলিয়ে ক্রিস গেইলের রয়েছে ৩০১ ম্যাচে ৩৩১টি ছয়। কটকে রান তাড়ায় নেমে একটা ছয় মারতেই ক্রিস গেইলকে ছাপিয়ে যান রোহিত শর্মা। রোহিতের ছয়ের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৩৮। সামনে শুধু শাহিদ আফ্রিদির ৩৫১ ছয়ের রেকর্ড।
advertisement
4/7
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি করার নিরিখে আরও একধাপ এগোলেন রোহিত শর্মা। রোহিতের সেঞ্চুরির সংখ্যা ৩২। সামনে কোহলির ৫০ ও সচিনের ৪৯ টি সেঞ্চুরি রয়েছে।
advertisement
5/7
মারকাটারি ইনিংসের সৌজন্যে রোহিত শর্মা এদিন একাধিক রেকর্ডও গড়েন। ৩২ তম সেঞ্চুরির সৌজন্যে ওডিআই ফরম্যাটে রিকি পন্টিংকে টপকে সর্বোচ্চ শতরানকারীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন রোহিত শর্মা। সামনে শুধু সচিন ও কোহলি।
advertisement
6/7
এছাড়া ভারতীয় ওপেনার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে রানের নিরিখে সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন রোহিত শর্মা। সচিন ভারতের হয়ে ইনিংস ওপেন করে ১৫৩৩৫ রান করেছেন। সচিনকে টপকে রোহিতের সামনে এখন শুধু বীরেন্দ্র সেওয়াগ।
advertisement
7/7
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৬ বলে নিজের শতরান পূরণ করেন রোহিত শর্মা। এটি ওডিআই ক্রিকেটে রোহিত শর্মাপ দ্বিতীয় দ্রুততম শতরান।