Rinku Priya Marriage News: নভেম্বরে হচ্ছে না বিয়ে, রিঙ্কু সিংয়ের বিয়ে পিছিয়ে যাওয়ার কারণ কী? নতুন তারিখ জানুন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Rinku Priya Marriage News: আগামী ১৮ নভেম্বর বারাণসীতে বিয়ে হওয়ার কথা ছিল রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের। কিন্তু এখন জানা গিয়েছে যে বিয়ে ওই মাসে হবে না।
advertisement
1/5

Report-Kavya Mishra: ক্রিকেটার রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বিয়ের বিষয়ে বড় আপডেট সামনে এসেছে। আগামী ১৮ নভেম্বর বারাণসীতে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এখন জানা গিয়েছে যে বিয়ে ওই মাসে হবে না। (Photo: Instagram)
advertisement
2/5
আইপিএলে কেকেআরের হয়ে গত বেশ কয়েকটি সিজনে দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকেই ভারতীয় ক্রিকেটের নতুন ‘সেনসেশন’ রিঙ্কু সিং। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বিয়ে করতে চলেছেন রিঙ্কু। তাঁদের বাগদান গত ৮ জুন লখনউতে হয়েছিল। আর বিয়ে এ বছর ১৮ নভেম্বর বারাণসীর তাজ হোটেলে হওয়ার কথা ছিল। কিন্তু এখন সেই বিয়ে পিছিয়ে গিয়েছে। হোটেলের বুকিং বদলে ফেব্রুয়ারি মাসের শেষের জন্য করা হয়েছে। দুই পরিবারই আপাতত বিয়ের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে। (Photo: Instagram)
advertisement
3/5
কিন্তু প্রশ্ন হল রিঙ্কু এবং প্রিয়ার বিয়ের পিছনোর কারণ কী? রিঙ্কু এবং প্রিয়ার বিয়ের পিছনোর কারণ হিসেবে রিঙ্কুর ব্যস্ত ক্রিকেট শিডিউলের কথা বলা হয়েছে। জানা গিয়েছে যে রিঙ্কুর ব্যস্ত শিডিউল দেখে বিয়েটা কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসটা ফাঁকা রয়েছে। কিন্তু, বিয়ের নতুন তারিখ এখনও ঠিক হয়নি। (Photo: Instagram)
advertisement
4/5
রিঙ্কুর হবু স্ত্রী প্রিয়া সরোজ উত্তর প্রদেশের জৌনপুরের সাংসদ। তিনি ২০২৪ সালে সমাজবাদী পার্টির টিকিটে সাংসদ হন। তাঁর বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির বিধায়ক এবং তিনি অতীতে সইদপুর ও মছলি শহরের সাংসদ ছিলেন। দু’জনের মধ্যে দেখাশোনা করে বিয়ে হচ্ছে এবং বিয়েটা সাধারণভাবেই হবে বলে জানানো হয়েছে।
advertisement
5/5
রিপোর্টে প্রকাশ, এই বিয়েতে অনেক রাজনীতিক, অভিনেতা এবং উদ্যোগপতিরা উপস্থিত থাকবেন। উত্তর প্রদেশের অন্যতম বড় ইভেন্ট রিঙ্কুর বিয়ে হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ রিঙ্কু ও প্রিয়া দু’জনেই জনপ্রিয়। তবে তাঁদের বিয়ে পিছিয়ে যাওয়াতে কিছুটা হলেও হতাশ ফ্যানেরা ৷