Palash Muchchal viral chat: অবশেষে স্মৃতির বান্ধবীর সঙ্গে পলাশের মাখোমাখো চ্যাট নিয়ে নীরবতা ভাঙল মুচ্ছল পরিবার! বিরাট আপডেট
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Palash Muchchal viral chat: স্মৃতি মন্ধানার বন্ধুর সঙ্গে পলাশ মুচ্ছলের মাখোমাখো কথা ভাইরাল হয়েছিল। অনেকে এর সঙ্গে জড়িয়ে দিয়েছিলেন বিয়ে স্থগিত করার সিদ্ধান্তও ঘোষণা হয়েছিল। কিন্তু এর মধ্যেই নিজের সব পোস্ট ডিলিট করে দেন স্মৃতি, তার পরেই জল্পনা আরও বাড়ে।
advertisement
1/5

স্মৃতি মন্ধানার বন্ধুর সঙ্গে পলাশ মুচ্ছলের মাখোমাখো কথা ভাইরাল হয়েছিল। অনেকে এর সঙ্গে জড়িয়ে দিয়েছিলেন বিয়ে স্থগিত করার সিদ্ধান্তও ঘোষণা হয়েছিল। কিন্তু এর মধ্যেই নিজের সব পোস্ট ডিলিট করে দেন স্মৃতি, তার পরেই জল্পনা আরও বাড়ে।
advertisement
2/5
এর মধ্যেই পলাশ এবং তাদের বিয়ে নিয়ে মন্তব্য করলেন পলাশের তুতো বোন নীতি তাক। ইনস্টাগ্রামে একটি পোস্টে পলাশের তুতো বোন লেখেন, “পালাশ আজ খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা সবাই সত্যি ঘটনা না জেনে পালাশকে ভুল বলবেন না… আজকের প্রযুক্তি মানুষের চেয়ে অনেক এগিয়ে গেছে, তাই গুজবের মুখে পালাশকে বিচার করা উচিত নয়… তার জন্য প্রার্থনা করুন।”
advertisement
3/5
ভাইরাল হওয়া চ্যাট নেই এখনও মুখ খোলেনি দুই পরিবার। তবে পলাশের তুতো বোনের মন্তব্য নিয়ে জল্পনা বাড়ল বই কমল না। এর মধ্যেই ভক্তরা লক্ষ্য করেন স্মৃতি চুপচাপ তার ইনস্টাগ্রাম থেকে এনগেজমেন্টের রিল মুছে দিয়েছেন।
advertisement
4/5
ওই ভিডিওতে তার টিমমেট জেমাইমা রডরিগেজ, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব এবং অরুন্ধুতি রেড্ডি ছিলেন। স্মৃতির টিমমেটরাও তাদের প্রোফাইল থেকে ওই রিল ডিলিট করে দিয়েছেন, যার ফলে আরও জল্পনা বেড়েছে।
advertisement
5/5
পলাশের মা Hindustan Times-কে বলেন, পালাশের সঙ্গে স্মৃতির বাবার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই পরিস্থিতি তাকে খুব কষ্ট দিয়েছে। “ও এত কেঁদেছে যে হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়। ওকে চার ঘণ্টা হাসপাতালে রাখা হয়েছিল। তাকে আইভি ড্রিপ দেওয়া হয়, ইসিজি করা হয় এবং আরও কিছু পরীক্ষা করা হয়। সব রিপোর্ট স্বাভাবিক এসেছে, কিন্তু সে অনেক মানসিক চাপে আছে,” তিনি বলেন।