TRENDING:

Smriti Mandhana : বিয়ের আগের রাতে হবু বউয়ের বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ, মাখোমাখো চ্যাট! ভাইরাল স্ক্রিনশট! স্মৃতি-পলাশের বিয়ে কি ভেঙেই গেল?

Last Updated:
Palash Mucchal Chat Screenshot : স্মৃতির ভাবী স্বামী সুরকার। তাঁর সঙ্গে স্মৃতির সম্পর্ক অনেকদিনের। কিন্তু বিয়ের আগের রাতেই নাকি স্মৃতিরই এক বান্ধবীরে সঙ্গে ঘনিষ্ঠ চ্যাট করেন পলাশ মুচ্ছল। আর সেই চ্যাটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।
advertisement
1/6
স্মৃতি-পলাশের বিয়ে কি ভেঙেই গেল? হবু বরের চ্যাট-এর স্ক্রিনশট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
বিয়ের দিনে বাবার হার্ট অ্যাটাক। ফলে বিয়ের অনুষ্ঠান বাতিল। তার পর ভারতীয় দলের ক্রিকেটার স্মৃতি মন্ধানা সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি ডিলিট করেন। সাদা চোখে ব্যাপারটা কী, আগে বোঝা যায়নি। তবে এবার ঘটনা অন্যদিকে মোড় নিল।
advertisement
2/6
পলাশ মুচ্ছল ও স্মৃতি মন্ধানার বিয়ে কি তা হলে ভেঙেই গেল! কারণ এবার যে স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তা দেখলে আপনিও অবাক হতে পারেন। লোকে তাঁদের জুটিকে ডাকতেন ‘পালরিতি’ বলে। তবে সেই জুটি হয়তো ভাঙতে চলেছে!
advertisement
3/6
একাধিক চ্যাটের স্ক্রিনশট তুলে ধরে নেটিজেনরা দাবি করছেন, স্মৃতি মন্ধানা এবং পলক মুচ্ছলের সম্পর্ক হয়তো এখানেই ইতি! কারণ তাঁদের সম্পর্কে হানা দিয়েছে তৃতীয় ব্যক্তি। আর তাই স্মৃতি নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন!
advertisement
4/6
স্মৃতির ভাবী স্বামী সুরকার। তাঁর সঙ্গে স্মৃতির সম্পর্ক অনেকদিনের। কিন্তু বিয়ের আগের রাতেই নাকি স্মৃতিরই এক বান্ধবীরে সঙ্গে ঘনিষ্ঠ চ্যাট করেন পলাশ মুচ্ছল। আর সেই চ্যাটের স্ক্রিনশটভাইরাল হয়ে যায়।
advertisement
5/6
জানা গিয়েছে, মেরি ডি’কস্টা নামে থানের এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথাবার্তার স্ক্রিনশট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পলাশের সেই ফ্লার্টিং-এর খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে।
advertisement
6/6
জানা গিয়েছে, সেই মহিলার কাছে পলাশ দাবি করেন, স্মৃতিকে ডেট করা সমস্যার হয়ে উঠেছিল তাঁর কাছে। কারণ ক্রিকেটের কারণে স্মৃতি বছরের বেশিরভাগ সময় বাইরে থাকেন। সেই মহিলাকে একসঙ্গে সাঁতার কাটতে যাওয়ার, বিচে যাওয়ার প্রস্তাবও নাকি দেন পলাশ!
বাংলা খবর/ছবি/খেলা/
Smriti Mandhana : বিয়ের আগের রাতে হবু বউয়ের বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ, মাখোমাখো চ্যাট! ভাইরাল স্ক্রিনশট! স্মৃতি-পলাশের বিয়ে কি ভেঙেই গেল?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল