Shaheen Afridi: ক্রিকেট ছেড়ে পুলিশের চাকরিতে আফ্রিদির হবু জামাই! পাক পেসার পেলেন উঁচু পদ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shaheen Afridi: বিশ্বকাপে তাঁকে খেলতে গিয়ে চোখে সর্ষে ফুল দেখেছিলেন রোহিত, রাহুলরা। সেই পেসার এবার পুলিশে।
advertisement
1/6

গত বিশ্বকাপে একাই হারিয়েছিলেন ভারতকে। রোহিত শর্মা, কেএল রাহুল তাঁকে খেলতে গিয়ে চোখে সর্ষে ফুল দেখেছিলেন। সেই শাহিন আফ্রিদি এবার পাকিস্তান পুলিশে উঁচু পদে দায়িত্ব পেলেন।
advertisement
2/6
খেবর পাখতুনখাওয়া পুলিশে ডিএসপির পদে দায়িত্ব পেলেন শাহিন। তাঁকে গুডউইল অ্যাম্বাসাডর করা হয়েছে।
advertisement
3/6
শাহিনের বাবা ছিলেন পুলিশে। তাঁর ভাইও পুলিশকর্মী। পাকিস্তানে যুব সম্প্রদায়ের মধ্যে শাহিন আফ্রিদি দারুন জনপ্রিয়। আর তাই তাঁকে গুউইল অ্যাম্বাসাডর করল পাক পুলিশ।
advertisement
4/6
চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সেই দলে রয়েছেন শাহিন। তার আগে এত বড় সম্মান পেয়ে আপ্লুত তিনি।
advertisement
5/6
গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা ও কেএল রাহুলকে আউট করে শিরোনামে ছিলেন শাহিন।
advertisement
6/6
শাহিন পাকিস্তানে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার শাহিদ আফ্রিদির হবু জামাই। আফ্রিদির বড় মেয়ের সঙ্গে তাঁর নিকাহ্ হবে বলে শোনা যায়।