এত মোটা চেহারা নিয়ে এরকম পোশাক কেন? সাধের অনুষ্ঠানে ট্রোলড হলেন সানিয়া
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

• খুব শীঘ্রই নতুন অতিথি আসবে সানিয়া মির্জা আর শোয়েব মালিকের সংসারে ৷ এখন পুরোদমে চলছে তারই প্রস্তুতি ৷
advertisement
2/6
• সম্প্রতি সানিয়ার বেবি শাওয়ার বা সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ এই মুহূর্তে হায়দরাবাদে বাপের বাড়িতেই আছেন সানিয়া ৷ অনুষ্ঠান উপলক্ষে সেখানে পৌঁছে গিয়েছিলেন শোয়েবও ৷
advertisement
3/6
• রাজস্থানি থালির আয়োজন করা হয়েছিল এই খেলোয়ার দম্পতির জন্য ৷ সানিয়া-শোয়েবের বন্ধুরাও উপস্থিত ছিলেন সেখানে ৷
advertisement
4/6
• এই অনুষ্ঠানেই একটি হলুদ রংয়ের লং ড্রেস পরেছিলেন সানিয়া ৷ টেনিস সুন্দরীর এই ড্রেস নিয়েই শুরু হয় আলোচনা-সমালোচনা ৷ বেশিরভাগ নেটিজেনরাই তাঁর এই পোশাকটি পছন্দ করেননি ৷
advertisement
5/6
• কেউ বলেছেন, সনিয়ার ড্রেসিং সেন্স জঘন্য ৷ কেউ বলেছেন, তাঁকে অত্যন্ত মোটা লাগছে ৷ কেউ বলেছেন, এই স্থূল শরীরে এই পোশাক মানাচ্ছে না ৷
advertisement
6/6
• তবে সানিয়া এখন তাঁর প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায়ে ৷ তাই খুব স্বাভাবিকভাবেই অনেকটাই ওজন বেড়ে গিয়েছে তাঁর ৷ পাশাপাশি পোশাক পরার রুচিও প্রতিটা মানুষেরই আলাদা আলাদা ৷ তবে বেশিভাগ সময়েই নেটিজেনদের দেখা যায় নিজেদের রুচি ও পছন্দ দিয়ে অন্যকে বিচার করতে ৷