তৈমুরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন ইজহান, নেট দুনিয়ার নয়া সেনসেশন সানিয়া পুত্র
Last Updated:
advertisement
1/5

সবে সবে মা -বাবা হয়েছেন সানিয়া ও শোয়েব ৷ ছেলেকে নিয়ে দারুণ ব্যস্ততা ৷ এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই উঁকি দিচ্ছে কচি ইজহান ৷ Photo - Sania Mirza/ Instagram Handle
advertisement
2/5
ছেলে কোলে নিয়ে সানিয়া মির্জা হাসপাতাল থেকে বেরোচ্ছেন এই সময় ইজহানের প্রথম ছবি তুলেছিলেন সাংবাদিকরা ৷ File Photo
advertisement
3/5
মির্জা-মালিকের রূপক ছবি পোস্ট করেছেন সানিয়া ৷ তাতে লাইকের ছড়াছড়ি ৷ Photo - Sania Mirza/ Instagram Handle
advertisement
4/5
ছোট থেকেই ইজহান খেলাধুলোয় আগ্রহী এটাও প্রমাণ করে দিয়েছেন ৷ তবে প্রতিটা ছবিরই একটা বৈশিষ্ট্য রয়েছে যে কোনওটাতেই কিন্তু ইজাহানের মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না ৷ Photo - Sania Mirza/ Instagram Handle
advertisement
5/5
এবারের আবার একদম ইস্পেশাল একটা ছবি দিয়েছেন ৷ যাতে ইজহানের মাথায় ব্যাটম্যানের ছবি দেওয়া স্কাল ক্যাপ ৷ গায়ে হালকা নীল রঙের কাঁথা ৷ আর সুন্দর করে লেখা ইজহান ৷ আর নিজের নয়া পোস্টে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠছেন খুদে ইজহান ৷ একদিনও হয়নি তাতেই কয়েক লক্ষ লাইক ছাড়িয়েছে ৷ Photo - Sania Mirza/ Instagram Handle