ICC ODI World Cup 2023: মিলেছে তাঁর সব ভবিষ্যদ্বাণী, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ জিতবে কোন দেশ, জানিয়ে দিলেন বিশ্বখ্যাত জ্যোতিষী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023 World Famous Astrologer Greenstone Lobo Predicts Which Country Will Win ICC ODI World Cup 2023: এবার ঘরের মাঠে ভারতকেই বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার মনে করা হচ্ছে। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে বিরাট কোহলি-রোহিত শর্মারা। তার আগে এবারের বিশ্বকাপ জিততে পারে কোন দেশ তা জানিয়েদিলেন বিশ্বখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো।
advertisement
1/10

এক যুগ পর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। ক্রিকেট জ্বর ধীরে ধীরে গ্রাস করছে আট থেকে আশিকে। ২০১১-র পর ধোনির পর আরও একবার দেশর মাটিতে টিম ইন্ডিয়ার বিশ্বজয় দেখার অপেক্ষায় গোটা দেশ। তবে কোন দেশ জিততে পারে এবারের বিশ্বকাপ তা নিয়ে চলছে জোর আলোচনা। ইতিমধ্যেই জ্যোতিষারীও জানাচ্ছেন নিজেদর মতামত।
advertisement
2/10
বিগত এক দশকে আইসিসি ট্রফির ক্ষেত্রে ভারতের ভাগ্য একেবারেই সুপ্রসন্ন থাকেনি। ২০১১ সাল শেষ বিশ্বকাপ জয়, আর ২০১৩ সালে শেষ কোনও আইসিসি ট্রফি জয়। তারপর থেকেই আইসিসি আয়োজিত ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটেই ভারতের হাতে এসেছে শুধুই হতাশা।
advertisement
3/10
তবে এবার ঘরের মাঠে ভারতকেই বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার মনে করা হচ্ছে। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে বিরাট কোহলি-রোহিত শর্মারা। তার আগে এবারের বিশ্বকাপ জিততে পারে কোন দেশ তা জানিয়েদিলেন বিশ্বখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো।
advertisement
4/10
সাম্প্রতিক সময়ে খেলা সংক্রান্ত গ্রিনস্টোন লোবোর বেশিরভাগ ভবিষ্যদ্বাণীই মিলেছে। ২০২২ সালে ফিফা বিশ্বকাপে যে মেসির আর্জেন্টিনা জিতবে তা আগেই জানিয়েছিলেন লোবো। শুধু ২০২১ সাল থেক আন্তর্জাতিক ট্রফি জয়ের ক্ষেত্রে মেসির ভাগ্য বদলাতে চলেছে তাও জানিয়েছিলেন গ্রিনস্টোন লোবো।
advertisement
5/10
কেবলমাত্র মেসি’র বিশ্বকাপ জয় নয়, গত তিনটি ক্রিকেট বিশ্বকাপের জয়ী দলের নাম’ও প্রতিযোগিতা শুরুর আগেই সঠিক ভাবে জানিয়ে দিয়েছিলেন ভারতের এই জ্যোতিষী। ২০১১ সালে তাঁর বাজি ছিলো ভারত, ২০১৫ এবং ১৯-এ ছিলো যথাক্রমে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। টানা তিনবার মিলেছে তাঁর কথা।
advertisement
6/10
আর এবার ২০২৩ সালে কোন দেশ জিতবে তা জানিয়ে দিলেন গ্রিনস্টোন লোবো। আর তাঁর ভবিষ্যদ্বাণী শুনলে মুখে হাসি ফুটবে ভারতীয় সমর্থকদের। কারণ লোবোর মতে, ঘরের মাঠে বিশ্বকাপ জিততে চলেছে ভারত। নিজের ভবিষ্যদ্বাণীর স্বপক্ষে যুক্তিও সাজিয়েছেন তিনি।
advertisement
7/10
তিনি বলেন, “আমি বিশ্বাস করি সফল ব্যক্তিরা একটা নির্দিষ্ট সময়েই জন্ম নেন। ১৯৮১তে জন্ম নিয়েছিলেন দুইজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ২০১১ তে জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি, ২০১৫তে মাইকেল ক্লার্ক। আর এবার যে অধিনায়কের জন্ম ১৯৮৭ সালে তাঁর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি।"
advertisement
8/10
গ্রিনস্টোন লোবো বলেছেন, আমার মতে এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে সবচেয়ে বেশী এগিয়ে রয়েছেন ১৯৮৭তে জন্মানো রোহিত শর্মাই। বেশ ভালো সম্ভাবনা রয়েছে। তবে আমাদের মাথায় রাখতে হবে ১৯৯০ তে জন্মানো অধিনায়কদের উপরও। সেই তালিকায় রয়েছেন টেম্বা বাভুমা ও জস বাটলার। তবে রোহিতের সম্ভাবনা বেশি।
advertisement
9/10
তবে ১৯৮৭ সালে শুধু রোহিত শর্মা জন্মান নি এই একই সালে জন্মেছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানও। ফলে ভারতের মাটিতে বাংলাদেশ কোনও চমক দিতে পারে কিনা সেটাই দেখার। তবে গ্রিনস্টোন লোবোর ভবিষ্যদ্বাণী মুখে হাসি ফুটিয়েছে বাংলাদেশ ফ্যানেদেরও।
advertisement
10/10
শুধু ক্রিকেট ফুটবল নয়, এর আগে টেনিস সহ অন্যান্য খেলারও সঠিক প্রেডিকশন করেছেন গ্রিনস্টোন লোবো। বিশেষ করে শেষ ৩টি ক্রিকেট বিশ্বকাপে তাঁক ভবিষ্যদ্বাণী মেলায় এবার তা মিলবে বলে অনেকেই আশা করছে। এবার দেখার শেষ পর্যন্ত কাপ ভারতে থেকে যায় কিনা।