ICC World Cup 2023 England vs New Zealand: বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ড গড়ল এমন রেকর্ড, যা ক্রিকেট ইতিহাসে ছিল না
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 England vs New Zealand: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে একতরফা ম্যাচে হারিয়ে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৯ উইকেটে ব্রিটিস লায়ন্সদের হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ম্যাচ হারলেও ক্রিকেট ইতিহাসে রেকর্ড বুকে নাম তুলে ফেলল ইংল্যান্ড দল। এমন রেকর্ড গড়ল যা ক্রিকেট ইতিহাসে এখনও নেই।
advertisement
1/6

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে একতরফা ম্যাচে হারিয়ে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড। ৯ উইকেটে ব্রিটিস লায়ন্সদের হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
advertisement
2/6
ম্যাচে ইংল্যান্ডের ২৮৩ রানের টার্গেট ডেভন কনওয়ে ও রাতিন রবীন্দ্রর জোড়া শতরানের সৌজন্যে ৮২ বলেই আগেই জিতে যায় কিউয়িরা।
advertisement
3/6
ম্যাচ হারলেও ক্রিকেট ইতিহাসে রেকর্ড বুকে নাম তুলে ফেলল ইংল্যান্ড দল। এমন রেকর্ড গড়ল যা ক্রিকেট ইতিহাসে এখনও নেই।
advertisement
4/6
এর আগে একদিনের ক্রিকেটে ৪৫৬৮টি ম্যাচ হয়েছে। কিন্তু কোনও ম্যাচে কোনও দলের ১১ জন ক্রিকেটারই দুই অঙ্কের রান করতে পারেনি।
advertisement
5/6
কিন্তু ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেটাই করে দেখাল ইংল্যান্ড। যা ক্রিকেট ইতিহাসে তৈরি করল এক নয়া রেকর্ড।
advertisement
6/6
ইংল্যান্ডের স্কোর: বেয়ারস্টো (৩৩), মালান (১৪), রুট (৭৭), হ্যারি ব্রুক (২৫), মইন আলি (১১), জস বাটলার (৪৩), লিয়াম লিভিংস্টোন (২০), স্যাম কারেন (১৪), ক্রিস ওকস (১১), আদিল রশিদ (১৫) এবং মার্ক উড (১৩)।