Nora Fatehi : লাখ লাখ পুরুষের মন ভাঙল! নোরা ফতেহির জীবনে প্রেম, প্রেমিক আবার ফুটবলার! এক ছবিতেই কাঁপিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Nora Fatehi : নোরা ফতেহি এক ফুটবলারের প্রেমে পড়েছেন বলে খবর। সেই ফুটবলারকে নাকি গত কয়েকদিন ধরে ডেট করছেন নোরা। ফলে নোরা অগণিত পুরুষ ভক্তদের মন ভেঙেছে।
advertisement
1/5

মুম্বইয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। তবে অভিনেত্রী নোরা ফতেহি এখন সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে। আর এরই মধ্যে আরও একটি সুখবর পাওয়া যাচ্ছে। নোরার জীবনে এসেছে নতুন প্রেম।
advertisement
2/5
নোরা ফতেহি এক ফুটবলারের প্রেমে পড়েছেন বলে খবর। সেই ফুটবলারকে নাকি গত কয়েকদিন ধরে ডেট করছেন নোরা। ফলে নোরা অগণিত পুরুষ ভক্তদের মন ভেঙেছে।
advertisement
3/5
এরই মধ্যে আফ্রিকা কাপ অফ নেশনসে ম্যাচ দেখার জন্য মরক্কো গিয়েছিলেন নোরা। এর পর থেকেই জল্পনা, হঠাৎ কেন ম্যাচ দেখতে এতদূর চলে গেলেন তিনি! অনেকেই বলছেন, নোরার প্রেমিক সেই ম্যাচে খেলছিলেন। আর প্রেমের টানেই তাঁর এতদূর খেলা দেখতে যাওয়া।
advertisement
4/5
AFCON-এর প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারায় মরক্কো। আর সেই ম্যাচ দেখতেই নোরা গ্যালারিতে ছিলেন। ম্যাচ শেষে পতাকা হাতে দেখা যায় তাঁকে। লাল পোশাকে নোরাকে দেখে যেন চোখ ফেরাতে পারছিলেন না অনেকে।
advertisement
5/5
তবে নোরা ফতেহির প্রেমিক ফুটবলারের নামটা কী! তা নিয়ে কোনও উত্তর এখনও পাওয়া যায়নি। অনেকেই নোরার প্রেমিকাকে খুঁজতে শুরু করেছেন। তবে এই নিয়ে দুই পক্ষই একেবারে চুপ।