TRENDING:

চিনের ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে! ধরে ফেললেন সোনাজয়ী নীরজ চোপড়া! ভয়ঙ্কর অভিযোগ

Last Updated:
Neeraj Chopra: চিনাদের ষড়যন্ত্র ধরে ফেললেন নীরজ! বিরাট অভিযোগ।
advertisement
1/8
চিনের ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে! ধরে ফেললেন সোনাজয়ী নীরজ চোপড়া! বিরাট অভিযো
তাঁকে ঠেকায় সাধ্য কার! চিন চেষ্টা করেছিল, তবে পারেনি। নীরজ চোপড়া এশিয়ান গেমসে সোনা জিতেই ছাড়লেন। তবে ভয়ঙ্কর এক অভিযোগও তুললেন তিনি।
advertisement
2/8
নীরজ চোপড়ার প্রথম থ্রো বাতিল হয়। সেটাও উদ্যোক্তাদের গাফিলতিতে। তারা নাকি নীরজের প্রথম থ্রো কতদূর গিয়েছিল তা নির্ধারণ করতে পারেনি!
advertisement
3/8
এর পর নীরজের সঙ্গে উদ্যোক্তাদের আলোচনা চলে অনেকক্ষণ। প্রায় ১৩ মিনিট ধরে অপেক্ষা করেন নীরজ।
advertisement
4/8
আসলে নীরজ নিজের সেরা থ্রো করেন প্রথমেই। এদিন সেই থ্রো বাতিল হওয়ায় তিনি কিছুটা চাপে পড়ে যান। তবে তার পর তিনি ৮৮.৮৮ মিটার থ্রো করেন এবং সেই থ্রো তাঁকে সোনা এনে দেয়।
advertisement
5/8
নীরজ বলেন, ওরা আমার থ্রো-টা মাপেনি, তরা মধ্য়েই আরেকজন থ্রো করে। ফলে ওরা আমি কতটা দূরে ছুড়েছিলাম সেটা হারিয়ে ফেলে। চিনা অফিসিয়ালরা কিশোরের সেকেন্ড থ্রো বাতিল করে। সেটাও ভুল সিদ্ধান্ত ছিল।
advertisement
6/8
নীরজ আরও বলেন, এবার এশিয়ান গেমসে একই ঘটনা ঘটেছে অন্য ভারতীয় অ্যাথলিটদের সঙ্গেও। আমি আমার প্রথম থ্রো-এর ভিডিও দেখব। প্রসঙ্গত, মেয়েদের ১০০ মিটার হার্ডলসে জ্যোতি ইয়ারাজির সঙ্গেও একই ঘটনা ঘটে। চিনা অফিসিয়ালদের ভুলে তাঁকে ভুগতে হয়েছিল।
advertisement
7/8
নীরজ আরও দাবি করেন, এদিন চিনা অফিসিয়ালরা এতটাই দেরি করছিল যে তাঁর শরীর ঠাণ্ডা হয়ে যাচ্ছিল। ফলে থ্রো-এৎ ক্ষেত্রে তিনি চাপে পড়তে পারতেন।
advertisement
8/8
নীরজ দাবি করেছেন, যে কোনও ইভেন্টে ৬ বার জ্যাভেলিন ছুড়তে হয়, কিন্তু এবার তাদের ৭ বার ছুড়তে হল। আর ভারতের বেলাতেই এমন কাণ্ড কেন হল, তা তিনি খতিয়ে দেখবেন।
বাংলা খবর/ছবি/খেলা/
চিনের ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে! ধরে ফেললেন সোনাজয়ী নীরজ চোপড়া! ভয়ঙ্কর অভিযোগ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল