Women Cricketer Marriage: বন্ধুত্ব থেকে ভালবাসা! বিয়ে করলেন একই দলের দুই মহিলা ক্রিকেটার
- Published by:Suman Majumder
Last Updated:
Women Cricketer Marriage: ভালবাসলে সব হয়! সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করলেন দুই মহিলা ক্রিকেটার।
advertisement
1/6

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের সদস্য নাটালি সাইভার এবং ক্যাথরিন ব্রান্ট বিয়ে করেছেন। রবিবার একান্ত অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধলেন দুই মহিলা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি শেয়ার করেছেন নাটালি। সোশ্যাল মিডিয়ায় দম্পতিকে অভিনন্দন জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট।
advertisement
2/6
নাটালি ও ক্যাথরিনের একটি ছবি টুইট করে এই জুটিকে অভিনন্দন জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট। ইংল্যান্ড ক্রিকেটের তরফে লেখা হয়েছে, 'আন্তরিক অভিনন্দন ক্যাথরিন ব্রান্ট এবং নেট সাইভারকে। ওরা গাঁটছড়া বেঁধেছে।'
advertisement
3/6
নাটালি এবং ক্যাথরিন দুজনেই সেই ইংল্যান্ড দলের অংশ ছিলেন যেটি ২০১৭ সালে ভারতকে হারিয়ে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ জিতেছিল। তাঁরা দুজনেই চলতি বছর মহিলা ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন। ইংল্যান্ড রানার্সআপ হয়েছিল।
advertisement
4/6
নাটালি ২০১৯ সালে ক্যাথরিনের সঙ্গে তাঁর বাগদানের ঘোষণা করেছিলেন। তবে করোনা মহামারীর কারণে বিয়েটি স্থগিত করতে হয়েছিল। ক্যাপ্টেন হিদার নাইট, ড্যানিয়েল ওয়াটস, ইশা গুহ এবং জেনি গানের মতো অতীত ও বর্তমান ক্রিকেটাররা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
advertisement
5/6
নাটালি এখনও পর্যন্ত ৭টি টেস্ট, ৮৯টি ওয়ানডে এবং ৯১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি টোকিওতে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু নেদারল্যান্ডে বড় হয়েছেন।
advertisement
6/6
৩৬ বছর বয়সী ক্যাথরিন ব্রান্ট ১৪টি টেস্ট, ১৪০টি ওয়ানডে এবং মোট ৯৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি টেস্টে ৫১টি উইকেট, ওয়ানডেতে ১৬৭ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে ৯৮ উইকেট নিয়েছেন।